আমাদের কথা খুঁজে নিন

   

মোল্লা ওমরের নিহত হওয়ার খবর প্রচার

সেই জন্ম থেকে । আফগানিস্তানের বেসরকারি টিভি চ্যানেল তোলোর বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়, মোল্লা ওমর কোয়েটা থেকে উত্তর ওয়াজিরিস্তান যাওয়ার পথে নিহত হন। তবে কারা তাঁকে কীভাবে হত্যা করেছে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র গতকাল এএফপিকে জানায়, মোল্লা ওমর গত শুক্রবার নিহত হয়েছেন। কোয়েটা থেকে উত্তর ওয়াজিরিস্তানে যাওয়ার পথে আইএসআই তাঁকে গোপনে হত্যা করে।

পাকিস্তানভিত্তিক হাক্কানি গোষ্ঠীর বরাত দিয়ে ওই সূত্র এ তথ্য জানায়। গতকাল কাবুলে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির মুখপাত্র নাতফুল্লা মাশাল বলেন, ‘আমরা নিশ্চিত, তিনি (মোল্লা ওমর) বেলুচিস্তানের কোয়েটার গোপন আস্তানা থেকে নিখোঁজ রয়েছেন। গত চার-পাঁচ দিন তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে তাঁর মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত করতে পারছি না। ’ নাম প্রকাশ না করার শর্তে আফগান গোয়েন্দার অপর একটি সূত্র এএফপিকে জানায়, আইএসআইয়ের সাবেক প্রধান জেনারেল হামিদ গুলের সঙ্গে বৈঠকের পর গত অন্তত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন ওমর।

এর পর থেকে ঘনিষ্ঠজনেরা তাঁর কোনো হদিশ পায়নি। এ ঘটনায় তালেবান নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.