আমাদের কথা খুঁজে নিন

   

হারানো ছেলের মুখ

গান পাগলা সহজ সরল মন ভোলা তবে অন্যায়ে প্রতিবাদী মাগো.. মা.. ওমা....... তুমি কি জেগে আছো আমি তোমার বুকের মানিক তোমার হাসি দেখার আসায় আবার ফিরেছি খানিক মাগো.. মা.. ওমা....... আমি তোমার সেই দুষ্ট ছেলে বাবা মারবেনাতো আমায় পেলে স্কুল ফাঁকি দিয়ে সারা বেলা আমার কেটেছে খেলে মাগো.. মা.. ওমা....... আমি তোমার সেই মিস্টি সোনা আবারো আমি প্রথম হয়েছি স্কুল শেষ কলেজে ওঠার সিঁড়ি পেয়েছি মধু মাখা কন্ঠে বলনা মা বাবা আমি খুশি হয়েছি মাগো আমি তোমার সেই আগুয়ান জানো মা কলেজে আজ উঠেছে খুশির বান এবারও আমরা জিতে এসেছি সেরা খেলোয়াড়ের মেডেলটা তাই আমিই পেয়েছি মাগো.. মা.. ওমা....... আমি আবার এসেছি তোমার মায়া মাখা আছলের টানে বিশ্বাষ কর মা তোময় ছাড়া একা আমি থাকতে পারিনা তাইতো কবরের নিরবতা আমায় আড়ালে রাখতে পারেনা মাগো মা তুমিকি শুনছো আমার কথা ? জানো মা, এই বুকে অনেক ব্যাথা। আমি তো বুজিনি মা শিক্ষার পিছনের কালো প্রথা মাগো ওরা আমায় বলে পড়াশোনা যদি করতে চাও রাজনীতিতে যোগ দাও ভালো ভাবে যদি থাকতে চাও দলের কাজে হাত লাগাও মাগো, আমি চাইনি এসব কিছু ওরা যে ছাড়েনি আমার পিছু জানো মা, ওরা দুই দলে বিভক্ত ওদের দলা-দলিতে হয়েছে অনেকে রক্তাক্ত। আমার দল যা করতে চায়, অন্য দল তা রূখতে চায়। ওরা যে ভিত গড়তে চায়, আমরা সে ভিত পুড়তে চাই। দুদল মিলে খুজে বেড়াই, ক্ষমতা লাভের কদাকার উপায়।

মাগো.. মা.. ও..মা....... এইতো সেদিনর কথা গলির পথ ধরে হাটছি আমি একা হঠাৎ, সামনে দেখলাম কিসের যেন ছায়া বুজলাম এগুলো মানুষেরই কায়া হঠাৎ কে যেন বললো, পয়েয়ছি তোকে সালা, এই তোরা গুলি চালা। একটা নয় দুটো নয় পাঁচটা গুলি লেগেছিলো এই বুকে। পড়েছি যখন ঝুঁকে ওরা বলে, সবাই এবার পালা। মাগো.. মা.. ওমা....... আমি চাইনিতো চলে যেতে, চেয়েছি শুধু তোমার মুখে হাসি ফোটাতে। মনের আকাশে আজ উঠেছে ভেসে হারানো ছেলের মুখ, ছেলেটাও আমার হারিয়ে গেছে, হারিয়েছি সব সুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.