আমাদের কথা খুঁজে নিন

   

হারানো ব্যক্তি পুনঃউদ্ধার! একটি হারানো ব্যক্তির খোজ...

ভালবাসা জীবনের একটি অংশ। সবার জন্য ভালবাসা রইল..........

javascript:void(1); গত -৫/৬ মাস আগে সম্ভবত সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থেকে রাস্তা ভুলের কারনে অনত্র গমন করে। আমরা সবা্ই অনুমান করছি এটা মাত্র। আসলে যে এই ব্যক্তি কোথায় থেকে হারিয়েছে তা বলার সাধ্য আমার নাই। সমস্যা একটাই হারানো ব্যক্তি একজন মহিলা এবং বয়স প্রায় ৩৫-৪০ বছর।

কথা বলার সাধ্য নেই। আমারা স্বাভাবিক ভাবে যেসকল ব্যক্তিকে বোবা বলে থাকি এখানেও তাই হয়েছে। এখানে যেভাবে এই মহিলাটিকে সনাক্ত করা যায় তা হলো: ১. শুধু আকার ইঙ্গিতে সবাইকে বোঝাতে পারে তার এলাকায় অনেক আমের বাগান আছে। ২. নদীতে পানি আছে। ব্যপক বর্ষা হয়।

৩. একটি ওভার ব্রিজের মত সড়ক আছে যারা উপর দিয়ে গাড়ি চলাচল করে আর নিচ দিয়ে রিকসা ভ্যান ছাড়া অন্য কিছু যায়না। ৪. তার একটি ভাই আছে এবং ভাইদের ছেলেমেয়ে লেখাপড়া করে। ৫. প্রচুর পরিমান ইরি ধান উৎপাদন হয়। এই বিষয়গুলো ছাড়া আমরা কেউ আর কোন মাধ্যম ব্যবহার করে তার কাছে কোন তথ্য উদ্ধার করেতে পারিনি। সে দীর্ঘ ৪/৫ মাস আমাদের বাসায় এসে আছে ।

এরকম অবস্থায় পেয়ে তাকে এই ভাবে আশ্রয় দিয়ে রেখেছি। লেখাপড়া কিছুই জানেনা এমনকি নিজের নামও ঠিকভাবে লিখতে পারেনা। সে হঠাৎ করে রাস্তা হারিয়ে এই এলাকায় চলে এসেছে। পরিচয় মিলে গেলে অনুগ্রহ করে এই নম্বারে যোগাযোগ করুন: ০১৭৪০-৫১৫৬৪৭, ০১৭২৪-৩৮৬৪০৪ এই নিখোজ ব্যক্তির জন্য কেউ কোন পত্রিকায় বিজ্ঞাপন দেয়নি বলে মনে হয়। যার কারনে এর সন্ধান মেলা খুব কঠিন হয়ে পড়েছে।

আর অন্যদিকে পরিবারের লোক মনে করেছে সে মারা গেছে! ঘটনাটা এমন হতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.