আমাদের কথা খুঁজে নিন

   

দুই নেত্রী বিদেশ। দেশ?

আমরা যারা গরীব বা মধ্যবিত্ত পরিবারের সদস্য তারা জন্মভুমিটাকে প্রচন্ড ভালবাসি। কিন্তু দেশের জন্য আমাদের করার মত তেমন কিছু থাকে। তাছাড়া এটা তো আর ব্রাজিল আমেরিকা না যে মুচি বা হকার থেকে প্রেসিডেন্ট হব, দেশের সেবা করব। তাই আমাদের নির্ভর করতে হয় বুর্জোয়াদের উপর যারা নির্বাচনে অংশ এবং কোন না কোনভাবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহন করেন। নির্বাচনের আগে ছলাকলা, অভিনয়, আকুতি-মিনুতি কোন কিছুরই বাকি রাখেন না।

নির্বাচনের পর আল্লাহর অশেষ রহমতে পিছনের সব ভুলে নিজের এবং পরিবারের দিকে নজর দেন। এবার আশি মূলকথায়। আমাদের বর্তমান প্রধান মন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী তারা দু'জনেই এখন বিদেশে। বিদেশ যাওয়ার পিছনে মিডিয়ায় বড় বড় কারণ দেখি। বাস্তবিকই তারা ঐ কারণগুলোর জন্য বিদেশে পাড়ি জমিয়েছে।

আমার মনে অন্তত তা নয়। দু'নেত্রীর এখন আপন বলতে সন্তান ছাড়া আর কিছুই নাই। এবং তাদের উভয়ের সন্তানেরাই এখন বিদেশে থাকে। আমার মনে উভয়নেত্রীই সন্তানের টানে বিদেশে আছেন লম্বা সময় নিয়ে। পাশাপাশা আগামীর ক্ষমতা পাকাপক্ত করারও একটা প্রয়োজন আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।