আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল বাংলাদেশের সিমিনার কেশবপুরে

আগামী ৩০/০৫/২০১১ ইং তারিখ রোজ-সোমবার সকাল ০৯-০০ ঘটিকায় আবু শারাফ সাদেক অডিটোরিয়াম, কেশবপুর, যশোর ‍" ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য ও অর্জন ২০১১" শীর্ঘক ০১ (এক) দিনের সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে যশোররের জেলা প্রশাসক জনাব মো: নূরুল আমিন মহোদয় উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। একবিংশ শতব্দীর আগমনী সুর বারংবার বেজে উঠেছে প্রযুক্তিকেন্দ্রিক নতুন প্রথিবীর গান গেয়ে। সেই আর্শিরবাদক প্রযুক্তির বদৌলতে সমস্ত প্রথিবী আবদ্ধ হয়েছে সফল্য আর আধুনিকতার বলয়ে, ক্রমাগত ধাবিত হচ্ছে কল্পজগতকে বাস্তবতায় পরিণত করার দুঃসহসিক লক্ষ্যে। অগ্রসরমান পথের পথিক হিসাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল বাংলাদেশ।

সেই অগ্রযাত্রাকে আরোও বেগবান করতে প্রযুক্তি সেবা মানুষের দোরগোড়া পৌছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আপনাদের হাতের কাছেই শহরের প্রাণ কেন্দে উপজেলা ই-সেবা কেন্দ্র। প্রযুক্তি সেবা গ্রহণ করি ডিজিটাল বাংলাদেশ গড়ি মোঃ ইকবাল হোসেন মিন্টু উপজেলা কমিউনিটি ই-সেবা কেন্দ্র কেশবপুর, যশোর। কথাঃ ০১৭২৮৬৮৮৫০২ একবিংশ শতব্দীর আগমনী সুর বারংবার বেজে উঠেছে প্রযুক্তিকেন্দ্রিক নতুন প্রথিবীর গান গেয়ে। সেই আর্শিরবাদক প্রযুক্তির বদৌলতে সমস্ত প্রথিবী আবদ্ধ হয়েছে সফল্য আর আধুনিকতার বলয়ে, ক্রমাগত ধাবিত হচ্ছে কল্পজগতকে বাস্তবতায় পরিণত করার দুঃসহসিক লক্ষ্যে। অগ্রসরমান পথের পথিক হিসাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল বাংলাদেশ।

সেই অগ্রযাত্রাকে আরোও বেগবান করতে প্রযুক্তি সেবা মানুষের দোরগোড়া পৌছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আপনাদের হাতের কাছেই শহরের প্রাণ কেন্দে উপজেলা ই-সেবা কেন্দ্র। প্রযুক্তি সেবা গ্রহণ করি ডিজিটাল বাংলাদেশ গড়ি মোঃ ইকবাল হোসেন মিন্টু উপজেলা কমিউনিটি ই-সেবা কেন্দ্র কেশবপুর, যশোর। কথাঃ ০১৭২৮৬৮৮৫০২ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.