আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ দেশের দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধ

মেহেরুন আমার মেয়ে পাঁচ দেশের দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশগুলো হলো_সিরিয়া, ইরাক, ইরান, পাকিস্তান ও আফগানিস্তান। স্থানীয় সংবাদমাধ্যম গত শনিবার এ খবর জানিয়েছে। ওই পাঁচ দেশের সাম্প্রতিক সংকটপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে তাদের নাগরিকদের ভিসা না দেওয়ার এ উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার। কুয়েতের অভিবাসন কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কুয়েতে বসবাসকারী ওই পাঁচ দেশের নাগরিকদের স্বামী বা স্ত্রীর সৌজন্যে (স্পাউজ) ভিসাসহ সবধরনের পর্যটন, ভ্রমণ ও ব্যবসাসংক্রান্ত ভিসা দেওয়া বন্ধ করা হচ্ছে।

দেশগুলোর সংকটপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া এসব দেশের বিপুলসংখ্যক অভিবাসীর মধ্যে দেশ থেকে স্বজনদের কুয়েতে আনার প্রবণতা বেড়েছে। এসব লোকের অনেকের ক্ষেত্রেই স্থানীয় কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তারের ঘটনা ঘটে। অভিবাসন সূত্র জানায়, এ নিষেধাজ্ঞা সাময়িক। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।