আমাদের কথা খুঁজে নিন

   

মিস করি...এখনো...(১)

এখনো অনেক বেশি মিস করি স্কুলটাকে। আমাদের সেই স্কুল । আমার মনে হয় না আর কোনো জায়গা কে এত মিস করি। এখন স্কুল বলতে আমরা সাধারনত যা বুঝি , ছোট একটি মানুষ তার নিজের থেকে দ্বিগুন ওজনের একটি ব্যাগ নিয়ে যাচ্ছে, আমাদের স্কুল কিন্তু সেরকম ছিল না। তথাকথিত ভালো স্কুলগুলোর মত আমাদের মাসে অতগুলো টাকা ও দিতে হত না।

নিতান্তই সাধারন একটি দোতলা বিল্ডিং (যেটা পরে তিন তলা হয়েছিল) । যে স্কুলটা বছরে অন্ত ত তিন মাস বন্ধ থাকত । যেখানে এক ক্লাস থেকে পরের ক্লাস এ উত্তীর্ণ হওয়াটা ও তেমন কঠিন কিছু ছিল না । শুধু রেজাল্ট কার্ড এ কিছু কথা লেখা থাকত । মুঠোফোন কোম্পানিগুলোর মত "শর্তসাপেক্ষে '', ব্যস সমস্যা বলতে এতটুকুই ।

সারা বছর স্কুল এ আসো আর যাও, আর না আসলে বেতের বাড়ি খাও । যা সর্বরোগের মহাঔষধ । আমাদের মহামান্য শিক্ষকরা মনে হয় ফ্রাণ্স কে যে স্কুল পালানো ছেলের দল রক্ষা করেছিল এ বিষয়ে অবগত ছিলেন না । আর টাকা পয়সা খরচের বিষয়টা না বলি। আমাদের কখনই টাকা নামক বস্তুটিকে নিয়ে ভাবতে হয়নি ।

আমাদের বাবা মা কে ও না। (ক্রমশঃ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।