আমাদের কথা খুঁজে নিন

   

অ্যার্টনি জনোরলে যার জন্য নোবলে প্রাইজ দাবি করছেলিনে সইে সন্তুলারমার অবদান

সুবলঙে ইউপিডিএফ নেতা অনিমেষ চাকমাসহ এ পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার, ১ জন এখনো নিখোঁজ রাঙামাটি জেলার সুবলঙে গতকাল ২১ মে, শনিবার, সন্তু গ্র“পের সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় নিহত ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেতা অনিমেষ চাকমাসহ এ পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ইউপিডিএফ সদস্য পুলক চাকমা এখনো নিখোঁজ রয়েছেন। আজ ২২ মে সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে ১৫০-২০০ গজ দূরে পানিতে ভাসমান অবস্থা থেকে অনিমেষ চাকমার লাশ উদ্ধার করা হয়। লাশটি পানিতে ভাসতে দেখে স্থানীয় জনসাধারণ পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। অনিমেষ চাকমার শরীরের বিভিন্ন জায়গায় গুলির চহ্নি রয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের ১০০ গজ দূরে পানির নীচ থেকে পূর্ণভূষণ চাকমা ওরফে নবদ্বীপ ও দুপুরের দিকে শুক্রসেন চাকমা ওরফে প্রবীন-এর লাশ উদ্ধার করা হয়। তাদের উভয়ের শরীরেও গুলিবিদ্ধ হওয়ার চহ্নি রয়েছে। লাশগুলো ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের পরিচিতি : ১। শুক্রসেন চাকমা (প্রবীন) বয়স : ৩৬ পিতা : চিত্র কুমার চাকমা, গ্রাম : ধামাইছড়া, জুরাছড়ি।

২। অনিমেষ চাকমা (৪৫) পিতা : অনন্ত বিকাশ চাকমা, গ্রাম- বাবুছড়া, দিঘীনালা, খাগড়াছড়ি কেন্দ্রীয় সদস্য ইউপিডিএফ। ৩। পূর্ণভূষণ চাকমা (নবদ্বীপ) বয়স : ৪৮, পিতা : মৃত. ঘৃত মোহন চাকমা, গ্রাম : কুদুকছড়ি, রাঙামাটি। ৪।

পুলক চাকমা (ফিবেক), বয়স : ৩২, পিতা : লক্ষী কুমার চাকমা, গ্রাম : উকছড়ি, সুবলঙ, রাঙামাটি। আরো কর্মসূচী: আগামীকালের পূর্ণদিবস সড়ক ও নৌপথ অবরোধ ছাড়াও আরো কিছু নতুন কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এগুলো হলো ২৩ মে থেকে এক সপ্তাহ পর্যন্ত প্রত্যেক পার্টি অফিসে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা, ২৩ মে থেকে পরবর্তী এক সপ্তাহ প্রত্যেক পার্টি সদস্য কর্তৃক নিরামিষ পালন, ২৪ মে শোক মিছিল ও কালো ব্যাজ ধারণ, ২৫ মে স্মরণ সভা ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন এবং ২৯ মে শ্রাদ্ধানুষ্ঠান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।