আমাদের কথা খুঁজে নিন

   

পুলাপাইন থিকা সাবধান!!!

I reclaim my life... সারাহ। আমার ৬ বছরের ছোট চাচাতো বোন। সেদিন একটি বিয়ে থেকে বাসায় ফিরে ওর সামনে কথা হচ্ছিলো বিয়ে নিয়ে। যেহেতু আমার বিয়ের বয়স যথেষ্ট হয়ে গেছে, আমাকে নিয়ে তার বাবা মা কথা বলছিলো। সে হঠাৎ বিজ্ঞজনের মতো তার লাইফের খুব গুরুত্বপূর্ণ একটা সিধ্বান্ত নিয়ে ফেললো।

....... সে আমাকে বিয়ে করবে!! আর পায় কে? তার বাবা মা থেকে শুরু করে বাসার সব পিচ্চি তাকে পেয়ে বসেছে। কিন্তু সে নির্বিকার। তার এক কথা, সে আমার সাথে বিদেশে বেড়াবে! সেদিন বাসায় ফোন করে জানলাম সে এসেছে বেড়াতে। ভাবলাম ওরে একটু টিজ করি। ছোটো ভাইকে বললাম ওকে ফোন দিতে।

দেখি হবু কনে লজ্জা পেয়েছেন। কিছুতেই ফোন ধরবেন না। ওপাশ থেকে চেঁচিয়ে জানালেন তিনি। ছোটোকালে আমাদের উপরও এরকম র‌্যাগ গেছে! ভাবলাম এইবার আমার পালা। ভাইকে দিয়ে ওকে বললাম যে আমাকে বিয়ে করলে বিদেশে থাকতে হবে।

বাবা মাকে ছেড়ে একা সারাদিন বাসায় থাকতে হবে! সে কি থাকতে পারবে কিনা?! বরাবরই ও বাবা মাকে ছেড়ে রাতে ঘুমাতে পারে না, আমি জানি। এ প্রশ্ন ওরে ফ্রিক আউট করে দেয়ার কথা। তারপর কিছুক্ষন নীরবতা। তারপর ও যা উত্তর দিলো তাতে উল্টা আমিই ঠাসকি খাইয়া গেলাম। ও জানতে চাইতাসে, কিভাবে আমার কাছে আসবে?? প্লেনে আসতে হবে নাকি পানির জাহাজে??!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.