আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার ষোড়শী বিনুনি

আমি মানুষ, শুধু নারী নই,এই বোধ জাগাতে চাই সব নারীর ভেতরে। আমাদের নাগরিক জীবনে বিরহ আর বিচ্ছেদের অফুরন্ত কাঁটায় সময়ের শরীর আজ ক্ষতবিক্ষত। বয়সটাও যেন আজ ভীষণ বিটকেলে পরিপক্ক হওয়া আর সইছে না এখনই ঝাঁপটা দিচ্ছে পড়ন্ত হাওয়া দিকবিদিক। কখনো মোহাছন্ন ভাবালুতায় অতি চেনা শব্দ ভাসে মনে হয়- যেন আমাকেই ডাকে চমকে ছুটি সশব্দে- গভীরে বেদনার বিরাট নীল গর্ত হা করে থাকে প্রশ্রয়ে সিক্ত মন খুঁজে ফেরে রঙিন অলিন্দ- বিদায়ের ঘনঘটায় এমনি কান্না ভেজা অন্ধকার চারিদিকে হয় কিনা জানিনা। র্বাঁজে হালকা ঘন্টাধ্বনি সুদূর দূর মনে হয় যেন দীর্ঘ যাত্রায় সঙ্গীবিহীন শুধুই একাকী হেঁটে যাওয়া- ঘাড়ের পেছনে অকস্মাৎ কে যেন ছাড়ে নি:শ্বাস কি চায় বলতে- ভীষণ অবোধ্য- জানিনা। তারপর ও গোলাপী ভালবাসায় দোলাতে হবে ষোড়শী বিনুনি চোখের গোপন ভাললাগা হোক না তা উত্তর চল্লিশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.