আমার বিদ্রোহী হতে ইচ্ছে করে। দেশ নিয়ে খুব চিন্তায় আছি আপনারা কি একবারও ভেবে দেখেছেন বাসগুলোর ফিটনেস কি ঠিক আছে? তারা কি সঠিক সংখ্যার সিট নিয়ে রাস্তায় নামছে? গাড়ির লুকিং গ্লাসটা পর্যন্ত ঠিক নেই, সিগনাল লাইট ও জ্বলে না, আর কত বলব???!!! এগুলা কার দেখার কথা??? সবাই শুধু ভাড়া নিয়াই কথা বলে বাসগুলো যে ৪০ সিট এর বদলে ৪৮/৫০ সিট বানায় সেটা কি কারো নজরে আসেনা? নজরে আসে মটর সাইকেল এর নাম্বারপ্লেট অস্পষ্ট কেন, হেলমেট নাই কেন?ইত্যাদি ইত্যাদি? কেন জানেন? কারন যারা মটরসাইকেল কিংবা প্রাইভেট গাড়ি চালায় তারা প্রতি মাসে প্রশাসনের সেই জায়গায় চাদা দেয় না বলে!!! সিটিং বাসের ভাড়া নিয়ে লোকালের মতই বাসগুলো চলে! সর্বনিম্ন ভাড়া ৭ টাকার টিকেট তো আমার বাবা ও মনে হয় কোনদিন দেখেন নাই!!!(চরম হতাশায় বলতে হলো)! অফিস টাইম এলেই লোকাল বাস সিটিং হয়ে যায়, আমরা সাধারন যাত্রিরা তাহলে যাবো কিভাবে??? কাউন্টার বাসগুলো কেন যাত্রি দাড় করিয়ে নেয় আর নেবেই যদি তাহলে পুরো ভাড়া কেন নিবে তারা তো সিট দিতে পারছে না? আরো অনেক কিছু আছে কিন্তু আর লিখবার ইচ্ছা করতেছে না-লিখলে আরো হতাশা বাড়ে!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।