আমাদের কথা খুঁজে নিন

   

মহেশপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশী নিহত

সাংবাদিক, শিক্ষক বুধবার রাতে মহেশপুর উপজেলার চাঁপাতলা সীমান্তে ভারতীয় বিএসএফের নির্যাতনে মিরাজ হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। এলাকাবাসী ও বিজিবি কুসুমপুর কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর আলম জানান উপজেলার চাঁপাতলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিরাজ হোসেন বুধবার রাতে ভারতে তার ফুফু বাড়ি বেড়াতে যাচ্ছিল। অবৈধ ভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ কালে ফতেপুর বিএসএফ তাকে ধরে ক্যাম্পে নিয়ে নির্যাতন করে এবং নির্যাতনের ফলে এক পর্যায়ে তার মৃত্যু হয়। এই খবর মহেশপুর উপজেলার চাঁপাতলা গ্রামে পৌছালে এলাকার লোকজন বৃহস্পতিবার সকালে কুসুমপুর বিজিবি ক্যাম্পে গিয়ে বললে বিজিবি সদস্যরা লাশ ফেরত ও পতাকা বৈঠকের জন্য ভারতীয় ফতেপুর ক্যাম্পে পত্র পাঠিয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত চাঁপাতলা সীমান্তে লাশ ফেরতের প্রক্রিয়া চলছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.