আমাদের কথা খুঁজে নিন

   

আই লাইক রবির অ্যাড ভেরি মাছ

সামুতে সেফ হবার জন্য সংগ্রাম করছি! দোয়া করবেন! টিভিতে সব থেকে আনন্দ নিয়ে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে অ্যাড। যদিও বেশির ভাগ টিভিসিই বিরক্তিকর। তবে কিছু কিছু অ্যাড ছোট গল্প পড়ে ফেলার মতোই সুস্বাদু। দেখার পর মনে হয়,আহ শেষ হইয়াও হইলো না শেষ। সেরকম একটা অ্যাড হচ্ছে রবির ‘ক্লিয়ার নেটওয়ার্ক’ থিমের উপর করা অ্যাডগুলা।

চমৎকার স্টোরিলাইন,ক্যারেকটারগুলার সাবলীল ডায়ালগ। সাথে অবশ্যই ফুট করে মন ভালো করে দেয়া ফিনিশিং, সিরকম পরিষ্কার!এই দুইটা মাত্র শব্দের বেস্ট ইউসের জন্যই আমার মনে হয় এই অ্যাডটা এতোটা জনপ্রিয় হইছে। বিশেষ করে, সিরাম পরিষ্কার বলার আগে, ডানপাশের জন কনুই দিয়ে একটু গুতা দেয়, এত এত জোস একটা এক্সপ্রেশন,অনেক অনেক দিন মনে রাখার মতো। মাঝে মাঝে মনে হয়, মুভি মেকিং থেকে অ্যাড বানানো কঠিন। ৩০ সেকেন্ডে একটা গল্প বলে ফেলা কম কথা না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।