আমাদের কথা খুঁজে নিন

   

ভাই-বোনের আষাঢ়ে গল্প

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) *** দেখেছিস বাইরে কি বৃষ্টি হচ্ছে! একদম আষাঢ় মাসের বৃষ্টির মতন। (এবার গলাটা একটু ভারী করে) এই আষাঢ়ের বৃষ্টিতে একটি আষাঢ়ে গল্প বল দেখি >>> আসলে কি গল্প বলবো....আমিতো... (কথা শেষ করতে না দিয়ে).... ***তুই কি বলবি খুজে পাচ্ছিস না? আরে ঐ যে তুই টুইন টাওয়ারে চাকরী করতি সেই সময়ের গল্পটাই বলনা (আগের কথাই আবার রিপিট) >>> ....গল্প কি বলবো, আমার তো গল্প আসেনা, জীবনে পোড়খাওয়া মানুষ, যা দেখেছি, যা ঘটেছে তাই বলতে পারি.... (আবার মুখের কথা কেড়ে নিয়ে) *** তবে শোন আমার কথা বলছি আমি, (গলাটা একটু ভারী করে) এই যখন আমি নিউজল্যান্ডে থাকি।

অকল্যান্ডে থাকতাম আরকি তখনকার কথা এটা, সেখানে আমার একটা সুন্দর বাড়ী ছিল, বুজলি? আর লা....ল একটা গাড়ী ছিল আমার। গাড়ীটা আমিই ড্রাইভ করতাম (গল্প আর চালানো গেল না হো...হো....করে হাসি)। এবার বল তোর কাহিনী। >>> আমি আর কি বলবো, (গলায় সিরিয়াস ভাব এনে) পোড় খাওয়া মানুষ আমি। অনেক কিছু দেখেছি, অনেক ঘটনার সাক্ষী।

এই ধর... মুক্তিযুদ্ধের সময়কার কথা। তখ...ন আমার বয়স....খুব বেশী না, আমি ছোট-ই তবে রাইফেল চালাতে পারি, এরকম আরকি......তো হল কি একদিন..... (আর কন্টিনিউ করা গেল না এবার সমস্বরে হাসি) ******************* জৈষ্ঠ মাসে আষাঢ় মাসের মত বৃষ্টি দেখে দুই ভাই-বোনের আষাঢ়ে গল্প। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।