আমাদের কথা খুঁজে নিন

   

গল্পরূপ: অপ্রাসঙ্গিক ?

৬ ফুট ২ ইঞ্চি শরীরের ০.০০৩১৪ ভাগ অংশজুড়ে বোকা মন এবং পুরোটাই কাল্পনিক। । [দয়া করে,বোকামনের যেকোনো পোস্টের সমালোচনায় সংকোচ-বোধ করবেন না]....অবাস্তবই ঠেকিল যেন !!!

সাল ২০১২ কিরে তুই দরজার সামনে ওমনে খাড়াইয়া রইছছ কেন -বুবুজান আয়ে না কে ইই আজকে একবোরে বুবুজানের লেইগ্যা দরদ লাগছে জেন ! -হ বুবুজান আইজকা কাম সাইড়া আওনের টাইমে ট্যাং লইয়া আইবো, মা। । ওইডা আবার কী ! -টিপিত দেহনা ! পানির লগে গুলাইলে কমলা রঙ হয় হেইডা।

। ও সরবতের কতা কইতাছস -সরবত না, সরবত না, ওইডা হইলো ট্যাং !! ওই হইলো আর-কি বিদাশী সরবত, তোরে না কইছি এইডা ওইডার বায়না করবি না তোর বুবুত্তে। তোর বাপে মরছে দুইডা বছর হইয়্যা গেল; আমি হইয়া রইছি ল্যাংড়া। মাইয়াডা কত কষ্ট কএরে সারাদিন। অল্প কয়ডা টেকা পায়, কত কষ্ট কইরা সংসার চলে।

এত বায়না করতে নাই বাবজান। -ট্যাং-এর দাম বেশী না, বুবু কইছে। হেয় বড় প্যাকেট আনবো। সাড়া রোজাতে আমরা ট্যাং খাইয়া ইফতার করতে পারুম। টিপিত ইফতারে কত খাওন দেহায়।

আমি তো খালি ওইডা খাইতে চাইছি। রুবেল আমরা গরীব-না বাবজান, অত কিছু খাইতে নাই বুবুজান আইছে !! বুবুজান আইছে !! বুবু ট্যাং আনো নাই ? না আইনা পারি, কয়ডাদিন ধইর‌্যা কান ঝালা-পালা কইরা লাইছস। এই ল। কতখন পরেই আযান দিবো। তুই একটু বাড়িওয়ালা-গ ঘরে যা ভাই, একবতল ঠাণ্ডা পানি চাইয়া আন।

-ক্যা ! ঠান্ডা পানি দিয়া কী অইবো ? আরে গাধা ট্যাং খাবি না ইফতারে ! ফ্রিজের পানি দিয়া বানাইলে মজা বাড়ে... যা যা ... -এই লও বুবুজান, বাড়িওয়ালার মাইয়াডা ভালো না। কিছু চাইলে মুখডা কালা কইরা লায়। । বলবাডি-ডা ল। মা মুড়ি আছেনা।

... রুবেল দেখছস টিবিত কী কইতাছে... ইফতার সামনে নিয়া দোয়া করলে আল্লায় কবুল করে তাড়াতাড়ি। তোর লাইগ্যা ট্যাং আনছি; আমার জইন্য দোয়া করবি না ভাই ? -আল্লাহ ! আমার বুবুজান অনেক ভালা, তার লাইগ্যা অনেক অনেক দোয়া করলাম। তারে অনেক ভালো রাখ, আমারে তাড়াতাড়ি বড় কইর‌্যা দাও... ম্যালা টাকা-পয়সা দাও.... ভাইরে অনেক ট্যাকা-পয়সা দিয়া কী অইবোরে ভাই। আল্লার কাছে ধন-সম্পত্তি চাইতে নাই। -তুমি সারাদিন গার্মেন্টসে কাম কর।

কত কষ্ট কর অথচ, তোম-গ মালিক নাকি অল্প কয়ডা টাকা দেয়। অনেক টাকা পয়সা হইলে তোমারে আর কষ্ট করতে হইবো না। আমরা ইফতারে টিপির মত অনেক খাওন খাইতে পারুম। ঈদে ভালা ভালা সুন্দর জামা কিনতে পারুম। মায়ের পাডাও ঠিক করান যাইবো তাইলে.... হায়রে গাধা পোলা... এইবার ঈদের বোনাস দিয়া তোরে একটা ভালো সার্ট-প্যান্ট বানাইয়া দিমু।

সাহেব-গ মতন। আল্লায় তোর দোয়া কবুল করলো.. অইছে এইবার.. হি হি.. আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আ.... সাল ২০১৩ রুবেল বসে আছে; সামনে হরেক ইফতার নেই। বুবুজানের কিনে আনা ট্যাং গত রমজানেই গত হয়েছে।

একগ্লাস পানি, পিয়াজ-চানাচুর মাখানো সাদা ধবধবে মুড়ি। এই একবছরে রুবেল শারীরিক গঠনে খুব বড় হতে না পারলেও বুঝতে শিখেছে অনেক কিছুই। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করেন; বুবুজান-ই শিখিয়েছিলেন। তাই রুবেল দোয়া করছে- আল্লাহ আমার বুবুজানরে যেই লোকেরা বাইর হইতে দেয় নাই, হেগো ঘরবাড়িও মাডি চাপা দিয়া দেও। মাডির ভিত্তে ঐ শয়তান মালিক-রে জ্যান্ত পুইত্যা ফালাও......।

--------------------------------------------------------------------------- প্রায়ই খবরের কাগজে দেখতে পাই; ভূমিকম্পের সর্ব্বোচ্চ হুমকির মুখে থাকা শহরগুলোর মধ্যে “ঢাকার” নাম শীর্ষে। আল্লাহ তার অশেষ রহমত দিয়ে আমাদের ঘিরে রেখেছেন। আলহামদুলিল্লাহ! কিন্তু আল্লাহ যেদিন পাকড়াও করবেন আমাদের। সেদিন কোন ঢাকাই আমাদের পাপসমূহ ঢেকে রাখতে পারবে না। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন- “আমি কারূন, ফিরাউন ও হামানকে ধ্বংস করেছিলাম।

মূসা তাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছিল, কিন্তু তারা ভূমিতে দম্ভ করল, তারা আমার শাস্তি এড়াতে পারেনি। তাদের প্রত্যেককেই আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম; তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তরসহ প্রচণ্ড ঝটিকা, কাউকে আঘাত করেছিল মহানাদ, কাউকে আমি ধসিয়ে দিয়েছিলাম ভূগর্ভে এবং কাউকে করেছিলাম নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি কোন যুলুম করেননি; তারা নিজেরাই নিজেদের প্রতি যুলুম করেছিল। ” [সূরা আনকাবুত্:৩৯-৪০] মাহে রমজানের পবিত্র সময়ে বোকামন কি অপ্রাসঙ্গিক বিষয় উত্থাপন করলো ? আল্লাহ, সূরা আনকাবুত্-ই বলছেন- “আর এ সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্যই প্রদান করে থাকি, শুধুমাত্র ঐসব লোকেরাই এসব দৃষ্টান্ত উপলব্ধি করতে পারে যারা জ্ঞানী” [সূরা আনকাবুত্:৪৩] আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, দিয়ে যাচ্ছেন। ঈদ উপলক্ষে একমাত্র সন্তান এবং স্ত্রী-কে নিয়ে ডিজনিল্যান্ড যাওয়ার কথা ছিলো।

তাদের সাথে কথা বলে যাওয়ার প্লান এইমাত্রই বাতিল করলাম। যে পরিমাণ অর্থ ব্যয় হত তা আমি রুবেলদের দেওয়ার নিয়্যাত করছি। নিয়্যাত করা মাত্রই উপলব্ধিত প্রশান্তি শেয়ার করছি আপনাদের সাথে- সদ্য কেনা লেটেষ্ট মডেলের গাড়িতে বসেও এহেন প্রশান্তির বিন্দু মাত্র উপলব্ধিতে আসেনি। বোকামন বোকাই থাকতে চায়... এভাবে অপ্রাসঙ্গিক বলতে চায়..........। আপত্তি থাকলে পোস্ট রিপোর্ট করুন।

। সাময়িক পোস্ট [si12:03:49 Zurich

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.