আমাদের কথা খুঁজে নিন

   

রক্তের মধ্যে যুদ্ধে যাওয়ার নেশা চেপেছিলো: রাইসুল ইসলাম আসাদ



মুক্তিযুদ্ধে কেন গিয়েছিলেন, সেই সময়ের দর্শনটা কি ছিল? সেই সময় আমার একমাত্র দর্শন ছিল দেশটা স্বাধীন করা। আমি মুক্তিযুদ্ধে যাওয়ার আগে এক মিনিটও নিজের কথা ভাবিনি। আসলে কারও কথাই সেভাবে ভাবিনি। কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। রক্তের মধ্যে যুদ্ধে যাওয়ার নেশা চেপেছিল।

আমি রওনা হলাম, সমস্ত অতীত পেছনে পড়ে রইলো আর ভবিষ্যতের আশা ছাড়লাম। যুদ্ধ পরবর্তী সময়ে নতুন দেশ নিয়ে আপনার স্বপ্ন কি ছিল? স্বপ্ন ছিল এই দেশটা সত্যিকার অর্থেই একটি স্বাধীন দেশ হবে। সবাই মিলে বিধ্বস্ত একটি দেশকে গড়ে তুলব। সদ্য স্বাধীন দেশ নিয়ে এর চেয়ে বেশি কিছুই চাইনি। নতুন প্রজন্মকে একটি সুন্দর ও স্বাধীন দেশ, মন এবং চিন্তাধারা দিতে চেয়েছিলাম।

কিন্তু আমি একা বা আমরা কয়েকজন এভাবে ভেবেছি। হয়ত সবাই মিলে ভাবলে সত্যিকার অর্থেই এমনটা হত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.