আমাদের কথা খুঁজে নিন

   

কেমনে কি?

আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সেই দুয়ার আমার, আটকে রাখে পা... কিছু কিছু দিন আসে যখন হাসার মতো কোন উপলক্ষ্য থাকেনা। কিন্তু একটা কথা আছে না, ভাঁড় যখন কৌতুক আর বিচিত্র অঙ্গভঙ্গী দিয়ে হাসাতে পারে না তখন সুড়সুড়ি দিয়ে হাসায়, আজকেও তেমন একটা ঘটনা পড়ে হাসি পেলো, আমাদের মহান স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব "বাংলাদেশ মানবাধিকার কমিশন পদক-২০১৩" পেয়েছেন। যেই লোকটার শরীরে যুদ্ধাপরাধীর তকমা লেগে আছে, যেই লোকটা "সাগর রুনি"র চরিত্র নিয়ে কথা বলে, যেই লোকটার নির্দেশে ১০০ এর অধিক মানুষকে পুলিশ হত্যা করে সেই লোকটারে কিনা মানবাধিকার পদক দেয়া হলো!!! কোন দেশে আছি?!! বেঁচে আছি নাকি মরে গেছি!!! অ:ট: অনেক দিন পর, অনেক বছর পরও হতে পারে, ব্লগ লিখতে ইচ্ছা হলো আবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।