আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনের কবিতা-(১১২৬-১১৩০)



১. দিনলিপি মন খারাপ করা দুপুর মানেই বিষন্ন বিকাল; দিনভর বুকে মাকড়সার জাল। ২. খেলা বেলা শেষে খেলা শেষ ....কারো সর্বনাশ, কেউ বলে বেশ...বেশ। ৩. প্রতিশ্রুতি আবার যদি আসতে পারি ভবে; তোমায় খুঁজে নেবো তবে। ৪. একাকিত্ব একলা মানুষ একলা কথা কয়, বিমূর্ত স্মৃতি কেবল সঙ্গে রয়। ৫. শূণ্যতা চিঠির ভাঁজ খুলতেই শব্দ গেলো ঝরে, সাদা পাতাই রলো কেবল পড়ে। অর্চি মিডিয়া সেন্টার পীরগঞ্জ-রংপুর। ১৪/০৫/২০১১ বেলা ১২টা৩০মিনিট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।