আমাদের কথা খুঁজে নিন

   

আমার গার্লফ্রেন্ডের উপর এরকম অগণতান্ত্রিক ফ্যাসিবাদী আচরন মানি না মানবো না , কুহেলির চলে যাওয়াতে আমাদের সবার মন খারাপ

প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র আমার গার্লফ্রেন্ডের , আমাকে কোন ভাবেই দায়ী করা যাবে না । ঘটে গেল এত বড় ঘটনা, নারী দিবসের পরদিনই যদি নারির প্রতি এরকম অগণতান্ত্রিক ফ্যাসিবাদী আচরন সমস্যায় পড়তে হয় তাইলে এত ঘটা করে নারী দিবস পালন করার মধ্যে কোন মাহাত্ম থাকেনা । আমি দিবস টিবস বুঝি না আমি শুধু পাখি চাই, আমার গার্ফ্রেন্ডের বুকের মানিক কুহেলিকে চাই । আমার গাফুর(জিএফ) পরিবার অনেকদিন আগে হাতিরঝিলে বিকাল কালীন ভ্রমনে গেছিলো, আমার হবু শালি আপু কেচি দিয়া সুন্দর করে তাদের ড্রয়িং রুমে সাজানো কলাগাছের কলাপাতা কাইট্টা হাতিরে খাবাইতে নিয়া গেছিল । ( যদিও ধরা পরে মাইর খাইছিল আপোষহীন রত্নপাত্থর আমার গাফুর কাছে) ।

শালী বেচারা হাতি না দেইখা মন খারাপ, গাফুর মন খারাপ হইছিল পঞ্চাশ কিলোমিটার হাটাইয়াও চাইনিj না খাওয়ানোর জন্য আর শালা ভাই কম্পু টেবিলে খেলার গুরুত্বপুর্ন সময়ে কানের নিচে বন দিয়া ধমকাইয়া নিয়ে যাওয়ার জন্য । আমার হবু ফাদার ইন ল খুব দিলখুশ পার্চন, বড় ভালামানুষ । পুলাপাইনের মন মরা দেইখা তাগোরে খুষি করার জন্য এক ফেরিওয়ালার থেকে পাখি কিন্য দিছে । একটা মাত্র ময়না পাখি। বাসায় আইস্যা মালিকানা নিয়া মারামারি ।

পরে মাদার ইন ল এর হস্তক্ষেপে পাখির তিন ভাগ করা হইলো । (পাখির মোটামুটি একটা স্কেচ করে তিন ভাগ তিন জনরে বুঝাই দেয়া হইল ) । এর পর থেকে পাখির উপর চলল নারকিয় অত্যাচার । হরলিক্স, বিস্কুট, মধু , চানাচুর, ভাত, ডালডা, কফি এমনকি শালাবাবু একদিন গোলাপ ফুলও খাওয়াইতে চেষ্টা করছিল । সারাদিন তিন জন মিল্যা পাখির কথা শিখাইতে শিখাইতে ছোটর গলা ভেঙ্গে গেল ।

আমার জিএফ ছুট শালীরে কলাপাতা কাটার কথা স্মরণ করিয়ে দিয়ে ঝামেলা করতে নিষেধ করল ( হালকা পাতলা বেলেক মেইল আর কি ! আমার জি এফ বলে কথা :p) । সে নিজেকে পাখির এক মাত্র মালিক এন্ড ট্রেইনার ঘোষনা করল । নাম রাখল কুহেলি। অনেকদিন ভালো ভাবেই চলতেছিল কিন্তু গত শুক্রবারে টিচারের কাছ থেকে পড়ে এসে কুহেলিকে মৃত অবস্থায় পাওয়া যায় । শুক্রবার ছিল বলে বাসায় সবাই ছিল , এখন সে কারে সন্দেহ করবে বুঝতে পারতাছে না ।

সবাই সবাইরে সন্দেহ করতাছে । শেষ খবর পাওয়া পর্যন্ত কুহেলির মরদেহ হেভিলি বাক্সিফাইড অবস্থায় বুয়ার ফ্রিজে সংরক্ষিত আছে । ছুট শালী তার রান্নাবান্নার ছোট পাতিলে তার মালিকানার অংশ রানতে চায়, শালাবাবু মমি করে রাখতে চায়, আমার জিএফ কবর দিতে চায়, খালাম্মা বুয়ারে ধমক দিছে ফ্রিজ থেকে যেন পাখিটারে ডাস্টবিনে ফেলে দেয় । বড় ভেজাইল্যা সমস্যা , সমস্যার ভেতর প্রব্লেম , আমার মাতা ঘুরায় । ওরে কে আছিস আমারে এক বালতি কদুর তেল আইনা দে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.