আমাদের কথা খুঁজে নিন

   

দৃষ্টিদহন থাকে অস্ত আলোয়

সমস্ত আকাশ থেকে রাত্রি আর বৃষ্টি ঝরে পড়ে

ঘুরপথে ডাকনাম অশ্রুত থেকে গেছে অশ্রুত থেকে গেছে সবচেয়ে সেরা রূপকথা অদেখাই রয়ে গেছে নীলতম জোনাক জ্বলন বিষের আঁখর, আরো কত শত অপরূপ কথা ছম-ছম ছায়া নৃত্যের এই সন্ধ্যায় মনে হলো, ভুলে যাওয়াও এক প্রচ্ছন্ন সংগ্রহ ভুলে যাওয়া ম্যাজিক ভোরের মুখ, ক্যাফেইনের রঙ... এরপর অবিশ্রান্ত স্পষ্টাস্পষ্টি রোদ বনবাসী মনে সন্ধ্যাঅন্ধকারে অরণ্য জেগে আসে শ্যামদেহে অতসীর তারা, আমি অগণন বকুলপাতের তলে বুক পেতে দেই বুকের ভ্রমর গানে বন্ধুবৃষ্টি এলে যমুনা আঁচল খুলে নদী সরে যায় পোড়াবাড়ি দিক করে হাসতে গড়িয়ে যায় জলের ফিনিক পাখিবদ্ধ আকাশে ঘুম ঢলে আসে ঘুমের জগতে থাকে চোখখোলা ঘুমের অতল...... এই পাতালদুর্গে শোকজাগিনা আমি রাত-ভোর-দিন শুধু পাতাঝরা খরার চিহ্ন মুছে যাই - পাথর ফাটিয়ে নাচঝর্না ফোটাই জানি তার জল মেশে নাই দীঘল নদীর ঢেউ যার পাড়ে পড়েছিল ঝিনুক-বাটির দিন কাশফুল, শুদ্ধ অবকাশ বিশোক অন্ধকারে অরণ্য জেগে ছিল শ্যামদেহে অতসীর তারা মুগ্ধমুখের কাছে জেগে জেগে উঠেছিল নীল নীল হীরের ঝিলিক; চৈত্রের চুমুকপ্রহরে ঠোঁট জুড়ে ছেয়েছিল মদের শীতল তারপর সংহার, তারপর আগুন পিপাসা তারপর অস্ত আলোর আঁচে দাউ দাউ অন্তপশ্চিম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.