আমাদের কথা খুঁজে নিন

   

গবেষনা ফলাফল................... (জানিনা , কিছুনা, এমনি) এই তিনটি উত্তর মানুষ কেন দেয়????



কিছু দিন আগে একটি পোস্ট দিয়েছিলাম ..... তিনটি প্রশ্নের উত্তর মানুষ কেন দেয়???? তা ছিল ১. জানিনা ২.কিছুনা ৩.এমনি। গবেষনা বা জানার ইচ্ছা থেকেই পোস্ট দেয়া .......... উত্তরে যা পেয়েছি তা একত্র করা, সকলের সাথে শেয়ার করাই মূল উদ্দেশ্য । কেউ আবার গবেষনা ফলাফল কী হয় জানার আগ্রহ দেখিয়েছেন। এবার আসি কী পেলাম.......................... উত্তর দেয়ার কারণঃ/ কেন দেয়/ কখন দেয়ঃঃ ১. এগুলো বলে কথা এড়িয়ে যায় বা যাওয়ার চেষ্টা করে। ২. রহস্য সৃস্টি করার জন্য।

৩. বিরক্ত হলে বা বিরক্তিকর প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য । ৪. অপ্রয়োজনীয় মনে করলে। ৫. নিশ্চিত না হলে। বা ভুল থেকে বাচার জন্য। ৬. এ জাতীয় উত্তর দিতে ভাল লাগে তাই।

৭. কেউ বলেছেন.........জানিনা। কেউ বলেছেন .... এমনি। ৮. কোন কথার উত্তর দিতে না চাইলে। ৯. এমন কিছু প্রশ্ন থাকে যায় উত্তর নাই বা দেয়া যায় না সেক্ষেত্রে। ১০. সত্য লুকানোর জন্য।

কারা দেয়ঃঃঃঃ ১. মেয়েরা এসব উত্তর বেশী দেয়। ২. চিন্তা ভাবনা না করে ,মূর্খরা এবাবে উত্তর দেয়। ৩. কেউ কোন বিষয়ে নিশ্চিত না হলে এসব উত্তর দেয়। ৪. কেউ বলেছেন ..জ্ঞানীরা এসব উত্তর দেয়। কেমন লাগেঃঃঃঃঃ ১. উত্তর শুনলে খুবই বিরক্তিকর লাগে।

২. কারো কাছে এসব উত্তর শুনতে ভাল লাগে। ৩. কারো কাছে এসব উত্তর দিতে খুবই ভাল লাগে। ৪. কেউ আবার এসব উত্তরে কষ্ট পায়। ৫. কেউ বলছেন, ঐ ব্যক্তিকে ফাউল মনে হয়। (বিভিন্ন ব্লগার, ফেসবুক স্টাটাস, মোবাইলে এসএমএস, মোবাইলে কথা, সরাসরি বক্তব্য গ্রহনের মাধ্যমে সংগৃহিত ও সংকলিত) আপনাদের নতুন কোন কিছু থাকলে শেয়ার করতে পারেন.............


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.