আমাদের কথা খুঁজে নিন

   

সৃতি-রোমন্থন

বাস্তব জগৎ আর স্বপ্নের সমন্বয়কারী

আসলে কোন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে লিখতে বসলাম না। ইচ্ছা হল,তাই চলে আসলাম। কি লিখব তা ভাবার অবকাশও রাখি না। রাত অনেক হল। জেগে আছি আমি একাকি।

দৃষ্টি সদুর আকাশে। আকাশে আজ মেঘ করেছে। জানো আজ বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছা করছে। আচ্ছা পাখিগুলো কতো স্বাধীন,তাইনা? আচ্ছা, এখন যদি আমরা পাখি হতাম তাহলে কি তুমি আমার সাথে উড়ে যেতে, যেখানে মেঘে মেঘে হয় গর্জন? চাইতে কি আমার হাত ধরে অনেক উপর থেকে জগততাকে দেখতে? আচ্ছা,মানুশ এত কাছে থেকেও দূরে থাকে কিভাবে? তুমি তো আমার কতো দূরে। এতটাই দূরে যে তোমাকে আমি চাইলেও দেখতে পারি না।

ইচ্ছা হলেও বলতে পারিনা কথা তোমার সাথে। তুমি কি চাওনা, সোনা? দূর, একা একা কথা বলা কি ভাল? আমি কেন তোমার সাথে একা একা কথা বলছি?তুমি এই গভীর রাতে নিশ্চয়ই ঘুমিয়ে আছ। হয়তবা স্বপ্ন দেখছ। আচ্ছা, স্বপ্নে কি আমাকে দেখ এখনো? আমি এখন আর স্বপ্ন দেখি না। তোমার মনে আছে, তোমাকে এই কথাটা বললে তুমি সমসময় খুব রাগ করতে।

কেন তোমাকে স্বপ্নে দেখি না। তুমি বলতে, হয়তবা তোমাকে আমি মনেই করি না। এখন তো তুমি শুনবে না আমার কথা। একটা সত্য কথা বলব? আমি না তোমাকে রোজ স্বপ্নে দেখতাম। জানিনা,কেন আমি কখনো তোমাকে বলিনি।

জানিনা কেন নিরবে তোমার ভালবাসা পেতে চাইতাম। আচ্ছা, পৃথিবীতে সবকিছু বলেই পেতে হয়,তাই না? রাত গভীর হয়েই চলেছে। রাতের গভীরতার সাথে তোমার সৃতি আমার মনে কেন যেন গভীর হয়েই চলেছে। ......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।