আমাদের কথা খুঁজে নিন

   

পত্রিকা, এক অনুভুতিহীন পত্র।

আমি একজন সাধারন ব্লগার এবং সামুর ভাষায় সেফ/নিরাপদ ব্লগার। .... স্কুলে থাকাকালীন সময়ে, তখন আমাদের বাসায় পত্রিকা রাখা হত না। আব্বা অফিস শেষ করে যখন বাসায় ফিরতেন, প্রায় দিনই অনেক রাত করে ফিরতেন। তখন মাঝে মাঝে তিনি সাথে করে অফিসের পত্রিকাটা নিয়ে আসতেন। আমি পত্রিকার পাতায় প্রথমে দেশের কোন গুড নিউজ বা সম্ভাবনার কথা খুজতাম।

মাঝে মাঝে অমুক সংস্থার অমুক পদক জয়, ক্রিকেট বা ফুটবল খেলায় একটু সাফল্যের খবর যে পরিমান আনন্দ দিত সেটা বলে বুঝানোর মত নয়। আর এখন, পত্রিকা। হাহ। ভীষন অসহ্য লাগে। প্রথম পাতায় মৃত্যু, ককটেল, বোমা, লাশ, রাজনীতির দুর্গন্ধ ইত্যাদি যেন শ্বাস বন্ধ করে মেরে ফেলতে চায়।

পত্রিকা এখন আর ভাল সংবাদের জন্য পড়ি না। মানুষের দূর্বোধ্য মস্তিস্ককে বোঝার জন্য পড়ি। পত্রিকার পাতায় এখন আমি চাকরির বিজ্ঞাপন খুজি। কার্টুনিস্টের আকা রংগ কার্টুন খুজি না। হায়রে জ়ীবন।

অনুভুতিহীন পথ চলা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.