আমাদের কথা খুঁজে নিন

   

উড়িষ্যায় খ্রীষ্টান নানকে ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই উগ্র হিন্দুকে জামিনে মুক্তি দিল হাইকোর্টঃ ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ভারতীয় ষ্টাইল

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
ভয়ার্ত ও আতংকিত সিষ্টার মিনা ভারতের উড়িষ্যায় ২০০৮ সালে ভয়াবহ খ্রীষ্টান বিরোধী দাঙ্গায় গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, লুটপাট সহ নব্য খ্রীষ্টানদের বল পূর্বক হিন্দু ধর্মে ফিরিয়ে আনে বিজেপি সহ অন্যান্য উগ্র হিন্দু দলীয় সমর্থকগণ। এদেরই একজন হল সিষ্টার মীনা বারওয়া। যাকে ৩০ জন উগ্র হিন্দু ব্যাক্তি মিলে ধর্ষণ করে। ঘটনার দুই মাস পরে অক্টোবর ২০০৮এ সিষ্টার মিনা এই বিষয়ে অভিযোগ করে। কারণ ঐ সময়(২৫শে মে ২০০৮) পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে তার পক্ষে পুলিশের কাছে যাওয়া সম্ভব হয় নি।

কারণ সারা বিশ্বই দেখেছে যে পুলিশের চরম নিস্ক্রিয়তায় উগ্র হিন্দুরা খ্রীষ্টানদের বিরুদ্ধে ভয়াবহ জুলুম করেছে। তার এই অভিযোগের পর পুলিশ ২২ ব্যাক্তিকে গ্রেফতার করতে সমর্থ হয়। তাদের মধ্যে ১৭ জনই জামিনে বেড়িয়ে আসে। গতকাল ১০ই মে উড়িষ্যার হাইকোর্ট পন্ডিত কুমার বিষমাজি ও জাতিয়া সহূকে জামিনে মুক্তি দেয়। স্থানীয় আর্চ বিশপ জন বারওয়া এ বিষয়ে উদ্বেগ ও শংকা প্রকাশ করে বলেছেন "এটা আমাদের দেশের মহিলাদের সম্মানের উপর বড় আঘাত"।

২০০৮ এর উড়িষ্যা খ্রীষ্টান বিরোধী দাঙ্গা রুখা এবং পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের জন্য ভারতীয় খ্রীষ্টানরা কেন্দ্র সরকার কংগ্রেসকে বার বার আবেদন করেও ব্যার্থ হন। কংগ্রেস সরকার সময় মত ব্যাবস্থা নিলে হয়ত এত বেশী দাঙ্গা ও নির্যাতন ঘটত না। Click This Link বাংলাদেশে বহু ভারত প্রেমিক আছে যারা সেই দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার প্রশংসায় পঞ্চমুখ। যেখানে ১৯৯২ বোম্বে ও ২০০২ সালে গুজরাট ১০ হাজারেরও বেশী মুসলিম নিধণের বিচার আজ পর্যন্ত হয় নি সেখানে কি এই সিষ্টার মিনা তার সম্ভ্রম হানির বিচার পাবেন কি? ভারত প্রেমিকগণ কি বলেন?
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।