আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেখা একটি অসাধারন মুভি Two Brothers (2004)



নাম শুনে নিশ্চয় ভাবছেন এটা হয়ত কোনো মানব দুই ভাই এর কথা । কিন্তু এটি দুই বাঘ সাবক এর কাহিনি। তাদের বেড়ে ওঠা। মানুষ নামের ঘাতক হাতে নিজেদের অসহায়ত্ত। তাদের বন্ধি জীবন আর বাচার আকুলাতা, এই নিয়ে র্নিমিত এই মুভি Two Brothers (২০০৪). বাঘ বর্তমানে একটি বিপন্ন্য প্রজাতি।

প্রতিনিয়ত নিধনের কারনে আজ বিলুপ্ত প্রায় এই প্রজাতি। এই মুভিতে পরিচালক সেই বক্তব্য ফুটিয়ে তুলেছেন পরম যত্নে। ১৯২০ সালের প্রেক্ষাপটে নির্মিত এই মুভির মূল চরিত্র দুই বাঘ সাবক সাংহা ও কুমাল। ভাগ্যের নির্মম পরিহাসে দুই সাবকের ঠাই হয় দুই প্রান্তে। আবার তাদের দেখা হয় ১ বছর পর।

যখন দুই ভাইয়ের মৃত্যু লড়াই দেখার অপেক্ষায় শত দর্শক। এমন ই এক প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি। ছবিটি পরিবারের সবাইকে নিয়ে দেখার মত একটি ছবি। যে কোন বয়সের দর্শকের কাছেই ভালো লাগবে। আমার কাছে মুভিটি খুব touchy মনে হয়েছে।

তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো না লাগলে টাকা রিটার্ণ। মনে চাইলে ডাউনলোড করুন: stagevu link টরেন্ট লিংক:এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.