আমাদের কথা খুঁজে নিন

   

রুপর্চচা বিষয়ক বিড়ম্বনা।



এম এম ওবায়দুর রহমান ইদানীং বঙ্গললনারা রুপচর্চার দিকে খুব বেশি ঝুকে পড়েছেন। সবাই এখন নিয়ম করে পার্লারে যাচ্ছেন। দেশি বিদেশি নরমাল-হারবাল সহ নানা ধরনের কসমেটিকস কিনছেন। অর্থনৈতীক মন্দার কবলে তাই বোধকরি বাংলাদেশ কে পড়তে হয়নি। কিন্ত উদ্বেগজনক বিষয় হল বঙ্গ নারীকুল আমাদের নিত্য দিনের ব্যবহার্য খাদ্য দ্রব্যর উপর হামলে পড়ছে।

যেমন টমেটো, শষা, গোল আলু,কাচাহলুদ ডাল, পিয়াজ বাটা ইত্যাদি। এতে এই ভর মৌসুমেও তরকারির দাম কমছে না। কিছুদিন আগে যখন পেয়াজের দাম ৬০ টাকা হল তখন ও এই নারীকুল কে দেখলাম পেয়াজ বেটে মাথায় লাগিয়ে বসে আছে। এমনকি অগ্নি মূল্যর দুধের সরও এখন মেয়েরা মুখে দিচ্ছে । কি আজব! ওরা এখন ফানির্চার বানানোর কাজে ব্যাবহিত চন্দন কাঠকে বেটে শরিরে লাগাচ্ছে।

তাই ভয়ে ভয়ে আছি তারা না কবে আবার একদিন পুরুষের মাথা বেটে মুখে লাগিয়ে দেয়। যে মেয়েরা শরিরে মশার কামড়ে আতকে উঠে তাদের দেখি সুতা দিয়ে টেনে টেনে চোখের ভ্রু তুলেন। বেশি কথা বলা মেয়েদের জন্মগত স্বভাব অথচ ওরা যখন মুখে ডাল মেখে বসে থাকে তখন হাজার প্রশ্ন করলেও কথা বলতে চায়না। রুপচর্চা এই মহান দিক নিয়ে ভাবলে ভালই লাগে। রুপচচার জন্য স্যাটেলাইট চ্যানেল গুলি ধারাবহিক অনুষ্ঠান নির্মান করছেন।

কিছু আতেল পুরুষ দর্শক যেমন ঘন্টার পর ঘন্টা টকশো দেখেন তেমনি বঙ্গললনারা এইসব ঘ্যানর ঘ্যানর অনুষ্ঠান গিলছে। হুজুগে বাঙ্গালীর এই দশা দেখে ভাবছি এই রোগ যদি সংকমিত হয়ে বঙ্গ পুরুষের উপর আসে তবে কি হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.