আমাদের কথা খুঁজে নিন

   

অনিয়মই যেখানে নিয়ম!! (৩)


দেখুনতো এখানে কি লেখা? আর আছেই বা কি, গাড়ি না হাতি ঘোড়া! বিশ হাত সামনেই ট্রাফিক পুলিশ উনি হয়তো দেখছেন না। কত দেখবেন? মতিঝিলের অফিস পাড়ায় অধিকাংশ ভবনের গাড়ি পাকিং এর ব্যবস্থা নেই যত্র তত্র গাড়ি পাকিংএ প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি পোহাতে হয় মতিঝিলে আসা হাজারো মানুষের। প্রায় ৭ বছর চাকুরী করছি মতিঝিলে। প্রতিদিনই এ ভোগান্তি। রাস্তার পাশে সারি সারি সরকারী কর্মচারীদের বাস, প্রাইভেট কার অপেক্ষা করে ৫ টা থেকেই। বেসরকারী চাকুরে কর্মকর্তাদের গাড়ীরও একি অবস্থা পাকিং না থাকায় রাস্তায়। এবং জ্যাম দেরীতে বাসায় ফেরা!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।