আমাদের কথা খুঁজে নিন

   

এবার বুয়েটে তিন তলা থেকে শিক্ষার্থীকে ফেলে দিল ছাত্রলীগ

কি বলব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেশ কাটতে না কাটতেই নিজেদের মধ্যে আবার নৃশংস সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ। এবার অবশ্য ঘটনাস্থল ভিন্ন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ ঘটনায় জয় নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে তৃতীয় তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। এ ছাড়া সিয়াম ও মৃদুল নামে আরও দুই শিক্ষার্থীকে করা হয়েছে গুর'তর জখম।

বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলে গতকাল বিকেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। সূত্র জানায়, ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে রানা ও ফাইরুজ গ্র'পের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। গতকাল বিকেলে বন্ধুদের সঙ্গে জয় আহসানউল্লাহ হলে মৃদুলের খোঁজে গেলে ষষ্ঠ ব্যাচের মোকাম্মেলের নেতৃত্বে লিমন, তন্ময়, রানাসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। ঘটনার একপর্যায়ে তারা জয়কে পিটিয়ে গুরুতর আহত করার পর তৃতীয় তলা থেকে নিচে ফেলে দেয়।

এ সময় হামলা পাল্টা হামলায় সিয়াম ও প্রতিপক্ষের মৃদুলও আহত হন। আহতদের মধ্যে জয়ের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের (নবম ব্যাচ) শিক্ষার্থী। বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক আমিনুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তদন্ত কমিটিকে ২১ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.