আমাদের কথা খুঁজে নিন

   

বাট ইট কুড বি #১ ওয়ার্ল্ড রেকর্ড

লিখি সুসভ্য হৃদয়বানের ভিড় হয়েছে। চোখ মুছে যাচ্ছে সব কংক্রিটের জরায়ূ থেকে বের হয়ে আসার পর, বাক্স বাক্স সতেজ দেশলাই নিভে যাবার পর, ওর দেহের প্রাণ থাকার কোন কৃতিত্ব আপনাদের নেই ওর বেঁচে থাকার কোন কারণ আপনাদের নেই অলৌকিক বলে কাঁদার অধিকার আপনার নেই কি করে বেঁচে থাকলো সে বিস্ময় জানার অধিকারও আপনার নেই ২ কোন রেকর্ড গড়েনি রেশমা, আগে আগে বের হয়ে দিল সব নষ্ট করে এখনো তিন নম্বরে, ইশ যদি আরো কয় দিন রেখে দেয়া যেত, অলিম্পিকের মত খাদ্যহীন বেঁচে থাকার রেকর্ড হয়ে যেতে পারতো, গিনেজের লোকজন ফিরেই গেল ঘরে, সাংবাদিকের মন ভার আশা থাকে এরকম দূর্ঘটনা আরো হবে, তখন ফের বিশ্বকে দেখাবো দম খাদ্য কিছুই লাগে না, উপরে লোহার ইট-রড-পাথর ফেলে দিলেও মেঝেতে পড়ে থাকা পঁচা খাবার খেয়ে থ্যাতলানো ইঁদুরের চেয়ে দীর্ঘজীবি হয়ে থাকতে জানে সেলাই শ্রমজীবি। ("প্রভূ! আপনাকেও জ্যান্ত কবরে পুঁতে স্টপওয়াচ ধরে থাকতে পারতাম যদি দমের একখানা রেকর্ড গড়তে") - ড্রাফট ১.০/ না কবিতা, হয়তো স্ট্যাটাস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।