আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর শ্রেষ্ঠ শৈল্পিক ডিজাইন সমৃদ্ধ ৫০ টি বিল্ডিং -পর্ব -১

আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে আজ থেকে আপনাদের জন্য প্রকাশিত করছি পৃথিবীর শ্রেষ্ঠ শৈল্পিক ডিজাইন সমৃদ্ধ ৫০ টি বিল্ডিং । সর্বমোট ২-৩ টা পর্বের মধ্যে শেষ হবে আমার এই পোস্ট । এই পোস্ট মুলত ছবি ও তথ্য সমৃদ্ধ একটি পোস্ট । সম্পূর্ণ তথ্য এবং ছবি ওয়েব সাইট থেকে নেয়া । আপনাদেরকে এই সুন্দর শৈল্পিক ডিজাইন সমৃদ্ধ ৫০ টি বিল্ডিং একসাথে দেখানো ই আমার মুল উদ্দেশ্য ।

এটি কোন লেখকের সাথে যদি আংশিক বা হুবুহ মিলে যায় তাহলে আমি অন্তরিক ভাবে দুঃখিত । ১ । প্রথমেই শুরু করছি আমাদের দেশ দিয়ে । নিচের এই বিল্ডিং টি ঢাকার ধানমণ্ডির ২৭ নম্বর লেকে অবস্থিত । আরও সহজ হবে “রাইফেলস স্কয়ার” মার্কেটের পাশে ।

এটি মুলত হুজুরের বাড়ী হিসাবে পরিচিত অসম্ভব নিপুন এবং শৈল্পিক ডিজাইন দিয়ে তৈরী এই বাড়িটি । কে বা কাহারা কবে এটি তৈরী করে তা আমি জানি না । ২. The Crooked House (Sopot, Poland) এই বিন্ডিংটির নির্মাণ কাজ শুরু হয় ২০০৩ সালের জানুয়ারী মাসে এবং নির্মাণ কাজ শেষ হয় ডিসেম্বর মাসে। এই বিল্ডিং এর নকশা তৈরী করেন বিখ্যাত পলিস শিশুতোষ বইয়ের চিত্রকর জন মার্কিন সাজেন্সার এবং পার ডেলবারগ । ৩. Forest Spiral - Hundertwasser Building (Darmstadt, Germany) এই বিন্ডিংটি ১৯৯৮ এবং ২০০০ সালের মধ্যে নির্মিত হয়েছিল. Friedensreich Hundertwasser, বিখ্যাত অস্ট্রিয়ান স্থপতি এবং চিত্রকর তার স্থাপত্যতুল্য ডিজাইন যা বিখ্যাত পেঁয়াজ আকৃতির গম্বুজ এর মত দেখতে।

এর দক্ষিণ পূর্ব কোণায় একটি রেস্টুরেন্ট এবং বার রয়েছে । ৪. The Torre Galatea Figueras (Spain) ৫. Ferdinand Cheval Palace a.k.a Ideal Palace (France) ৬. The Basket Building (Ohio, United States) ঝুড়ি সাদৃশ্য এই বিল্ডিং টি আমেরিকার নিউইয়র্ক এ অবস্থিত । এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে অদ্ভুত অফিস বিল্ডিং যার ব্যপ্তি ১,৮০,০০০ স্কয়ার ফিট যা নির্মাণে খরচ হয় ৩০ মিলিয়ন ডলার এবং এটি তৈরি করতে সময় লাগে ২ বছর । ৭. Kansas City Public Library (Missouri, United States) এই প্রকল্পটি, কানসাস শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, এটি মুলত একটি লাইব্রেরী। কানসাস শহরের মানুষ মনে করে এই লাইব্রেরীর সংগ্রহ এতই শক্তি শালী যে, শহরবাসী মনে করে , এই লাইব্রেরীটিই কানসাস শহরের প্রতিনিধিত্ব করে ।

৮. Wonder works (Pigeon Forge, TN, United States) ৯. Habitat 67 (Montreal, Canada) এই হাউজিং টি ছিল মূলত উত্পন্ন দ্রব্যাদির আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র যা Expo 67 নামে পরিচিত। কানাডার মন্ট্রিয়েল নামক স্থানে পৃথিবীর বৃহত্তম এই প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে । ১০. Cubic Houses (Rotterdam, Netherlands) কিউবিক আকৃতির এই ঘরের মূল ধারণা এসেছিল ১৯৭০ সালে. Piet Blom নামক এক ব্যক্তি সর্ব প্রথম ২ জন থাকা যায় এমন ভাবে একটি কিউবিক ঘর তৈরী করেছিলেন যা ছিল Helmond নামক স্থানে । তাকে Rotterdam শহরের একটি পথচারী ব্রিজ উপরে হাউজিং ডিজাইন করার কথা বলা হলে তিনি তার এই কিউবিক ঘর ধারণাটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয় । তিনি এই কিউবিক আকৃতির প্রতিটি ঘনক্ষেত্রে গাছ পালা দিয়ে আবৃত করে সম্পূর্ণ বাড়ী টি একটি বন আকৃতি ধারন করবে ।

১১. Hang Nga Guesthouse a.k.a Crazy House (Vietnam) এই অসম্ভব সুন্দর স্থাপত্য শৈলী বিল্ডিং টির মালিক ভিয়েতনামের সাবেক প্রেসিডেন্ট এর কন্যা । যার ডিজাইন করা হয়েছে মস্কো তে । এটি ঘর, বিল্ডিং কোনটার সাথেই তুলনা চলে না কারন এর ভেতর , ছাদ এবং বারান্দায় অস্বাভাবিক পেঁচানো এবং আঁকা বাকা । একটি প্রাচীন দুর্গের মত দেখতে স্থাপত্য টির সামনে একটি জিরাফ এবং একটি মাকড়সা মত বিরাট প্রাণী আছে । এই আয়তক্ষেত্রাকার বৃত্তাকার বিল্ডিং টিতে কোন জানালা নেই তবে এটি একটি জাদুঘরের মত মনে হয়।

১২. Chapel in the Rock (Arizona, United States) ১৩. Dancing Building (Prague, Czech Republic) ১৪. Calakmul building a.k.a La Lavadora a.k.a The Washing Mashine (Mexico, Mexico) ১৫. Kettle House (Texas, United States) ১৬. Manchester Civil Justice Centre (Manchester, UK) ১ম পর্ব এখানে শেষ । চলবে যতক্ষন না পর্যন্ত শেষ না হয় । B পর্ব -২ এর লিঙ্ক এখানে - পৃথিবীর শ্রেষ্ঠ শৈল্পিক ডিজাইন সমৃদ্ধ ৫০ টি বিল্ডিং – পর্ব -২ ( শেষ পর্ব ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.