আমাদের কথা খুঁজে নিন

   

‍সিংহাসনে বসলেই নবাব বনা যায় না।

আমি ফ্রা ঙ্কে স্টা ই ন.........

মির জাফর অালী খঁা ছিল নবাব সিরাজের সেনাপতি। তার খায়েস হয়েছিল বাংলার সিংহাসনে বসে নবাব হতে। তাই সে তার চক্রান্তের জাল বুনতে থাকে। তার চক্রান্তের ইতিহাস সবাই জানেন। চক্রান্তে সে সফল হয়েছিল, সিংহাসনে বসেছিল ঠিকই, কিন্তু নবাব হতে পারে নি।

বিশ্বাসঘাতকতার প্রতিক হয়ে ইতিহাসের পাতায় ঠাই পেয়েছে। ১৯৭৫সালে এক সেনাপতির খায়েস হয়েছিল ক্ষমতা দখলের। ষঢ়যন্ত্র করে ১৫ই অাগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করেছিল, ক্ষমতা দখল করেছিল। বঙ্গবন্ধুর চরিত্র হননের জন্য অনেক অপ-প্রচার করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বঙ্গবন্ধর চরিত্র হনন করা সম্ভব হয়নি।

বঙ্গবন্ধু স্ব-মহিমায় উদ্ভাসিত। জাতির সামনে ষঢ়যন্ত্রের সকল কাহীনি উন্মোচিত। খুনীরা নিজেদের মুখেই তাদের সকল ষঢ়যন্ত্রের তথ্য পাশ করে দিয়েছে। অামার ধারণা এই সব চক্রান্তকারী এবং খুনী চক্রকে মিরজাফরে‍র ভাগ্যই বরণ করতে হবে। ইতিহাসের পাতায় বিশ্বাসঘাতকতার প্রতিক হয়েই ঠাই নিতে হবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।