আমাদের কথা খুঁজে নিন

   

দু'চোখে

আহসান জামান

দু'চোখে পড়ে আছে নিঠুর নদীর ছোবল; অন্ধকারের সূতোয় বাঁধা পুরানো সাইকেলের ক্লান্ত চাকায় ভাসে প্রপিতামহের ঝাপসা ফ্রেমের চশমা, ভীষণ লজ্জায় আলতা পায়ে হারানো রঙিন ফিতের নারী। দু'চোখে পড়ে আছে বিকেলের হাওয়া; অজগাঁও, রাখালীবাঁশীর খামখেয়ালীরা ভাসায় সোনালী জরির পরী। স্বপ্নভেলায় উড়তে শেখা; ওড়ার আগে। হাত মেলে ধরে রাখি গাঢ় স্তব্ধ নীলিমার কয়েকটি পাখির ডানা। দু'চোখে পড়ে থাকে অলস জানালা আর গ্রীষ্মতার নিঃসঙ্গ করোটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।