আমাদের কথা খুঁজে নিন

   

সরকারী বিশ্ববিদ্যালয় 'বন্ধ' -বনাম- বেসরকারী বিশ্ববিদ্যালয় 'খোলা' ! ভাগ্যও বটে আমাদের ! দুচোখে দু-রং দেখি !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

২০ আগষ্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পরবর্তী সময়ে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সরকার দেশে কারফিউ দিলেন এবং সাথে সাথে দেশের সকল সরকারী ও বেসরকারী কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করলেন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে সরকারী এক সিদ্ধান্তে বেসরকারী ইউনিভার্সিটিগুলো খুলে দেওয়া হয়। বন্ধই রয়ে যায় সরকারী ইউনিভার্সিটিগুলো। সরকারী শিক্ষার্থীরা তাদের মূল্যবান শিক্ষাজীবনের সময় ঘরের চারদেয়ালের আবদ্ধ হয়ে আছে, কিন্তু তখন বেসরকারী ছাত্র-ছাত্রীর তাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছে .......(আশীর্বাদ করি তাদের) কিছু স্বাভাবিকতা ও অস্বাভাবিকতা : বেসরকারীরা তাদের পরিবারের গাট্টি গাট্টি টাকা দিয়ে, মেধা দিয়ে বহু মূল্যবান ডিগ্রি অর্জনের জন্য পড়ালেখা করে, তাই তাদের সে অর্থের প্রতি সম্মান, শ্রদ্ধা রেখে তাদের শিক্ষাজীবনের কোন সময় নষ্ট করা যাবেনা, কিন্তু সরকারীরা তাদের মেধা, শ্রম দিয়ে অল্প টাকায় এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তাই তাদের সময়ের মূল্যও তেমন নয়, অর্থের বিচারে কি সময়ের মানদন্ড নির্ধারিত হলনা ? আজ সরকারী বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, একটি সেশন জট হতে পারে, তাতে কি কারও কোন মাথা ব্যাথা আছে ? না এমনটি, যখন সরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়েছে সেশন জটের শর্ত মেনেই, অথচ বেসরকারীদের কোন সেশন জট নেই, উদ্ভুত পরিস্থিতিতে তাই তাাদের যেন কোন সেশন জট না পড়ে সে জন্য বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে। সরকারী বিশ্ববিদ্যালয় বন্ধ হল, তার প্রধাণ কারণ তারা আন্দোলনে নেমেছিল, বেসরকারীদের ক্ষেত্রে কি মনে হতে পারে তা সহজেই অনুমেয় ! বড় ভাগ্য নিয়ে এসেছিল তারা , আর সরকারীদের ভাগ্যও বটে ! কোন ছাত্রের ক্ষতি হোক, সময় নষ্ট হোক, অর্থের অপচয় হোক আমি তা চাইনা, আমার পোষ্টের বক্তব্যও তাই নয়, কাউকে কিংবা কোন বিশেষ গোত্রকে আক্রমন করার উদ্দেশ্যও নয়, শুধু বাস্তবতাকে যতটুকুন সম্ভব স্বল্প পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.