আমাদের কথা খুঁজে নিন

   

লিমন, দুঃখ করো না, অন্তত একজন মানুষ (মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান) তোমার পাশে রয়েছেন...

আমি নির্বাক হয়ে গেলে তোমার পতন অনিবার্য !
লিমন, তুমি দুঃখ করো না, দুঃখ করো না এই ভেবে যে, ১৬ কোটি মানুষের চোখের সামনে বিনাদোষে তোমাকে পঙ্গু হতে হলো, বিনা দোষেই তোমাকে জেলে যেতে হলো। তুমি হয়তো ভাবছো, ১৬ কোটি মানুষ কি তবে অন্ধ হয়ে গেছে। না লিমন, তা ভেবো না। অন্তত একজন মানুষ তোমার পাশে রয়েছেন। তিনি তার সাধ্যমতো চেষ্টা করছেন।

তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তোমার জন্য যে কেঁদেছিল। যার চোখের জলের সঙ্গে তোমার চোখের জল মিশে গিয়েছিল। তিনি এখনো সমান্তরালভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদ করেই চলছেন। তোমাকে পঙ্গু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া এবং এরপর তোমাকে কারাগারে পাঠানোর আদেশের তীব্র সমালোচনা করেছেন।

ঢাকায় এক অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপরে উদ্দেশে তিনি বলেছেন, ‘একজন রোগীকে কোনো চিকিৎসক কী রাতের আঁধারে ছেড়ে দিতে পারেন? মোটামুটি সুস্থ বলে কোনো বিষয় চিকিৎসা শাস্ত্রে রয়েছে কি? রোগীর ছাড়পত্র পুলিশের কাছে দেওয়া হলো কী কারণে? পরিচালকের পদ রক্ষায় একজন চিকিৎসাধীন পঙ্গু রোগীকে এভাবে হাসপাতাল থেকে ছাড়া যায় কিনা? বিডিনিউজ তিনি তোমার বিচারকদের উদ্দেশে বলেছেন, ‘লিমন একজন কিশোর। তাকে সরাসরি কারাগারে পাঠানো যায় কিনা? পাঠানো গেলে আইনের কোন ধারা অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হলো? এসব আজ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এ প্রশ্ন শুধু মানবাধিকার কমিশনের নয়, গোটা জাতির কাছে বড় হয়ে উঠেছে। ’ একমাত্র তিনি একজন ব্যক্তি, যিনি তোমার জন্য প্রথম থেকেই সোচ্চার। আর আমরা এক কোটি ‘লিমন’, এক কোটি নতুন প্রজন্ম, তারাও তোমার পাশেই আছি।

আমরা যে যেভাবে পারি তোমার প্রতি রাষ্ট্র যন্ত্রের এই অবিচারের প্রতিবাদ করেই যাব। কথা দিচ্ছি, আর কিছু করতে না পারি, অন্তত রাষ্ট্রীয় বাহিনীর ওই সব সদস্যদের ঘৃণা করে যাব, যিনি এবং যারা প্রথমে তোমার মাথায় এবং পরে তোমার পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে বাহাদুরি দেখিয়েছে। আমাদের ক্ষমা করো লিমন, দেখো ওদের দম্ভ একদিন ঠিকই চূর্ণবিচূর্ণ হয়ে যাবে... লিমনের জন্য দুঃখগাঁথা ঃ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা কি বললেন? লিমনের উপর নতুন করে পুলিশের নিষ্ঠুরতা...!!! মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এক কোটি ‘লিমন’ আপনাকে এই জন্যে ভোট দিয়েছিলাম?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।