আমাদের কথা খুঁজে নিন

   

জোকসঃ বউ বললো, " আচ্ছা আম্মা, যদি আপনার ছেলে মারা যায় আর যদি আমি বিধবা হয়ে পড়ি তবে কি আমাকে আমার অন্য কোন খানে বিয়ে দিবেন, না এমনিই ঘরে বসিয়ে রেখে দিবেন?"

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।

যদি কেউ কথা না বলাকে পছন্দ করে তবে তাকে জোর করে কথা বলানো উচিৎ নয় । তাতে ক্ষতির আশাংকা রয়েছে। যেমনঃ এক বউ বিয়ে হয়ে নতুন শশুরবাড়ী এসে কোন কথা বলতো না। শাশুড়ী বললেন, "বউ তুমি কথা বলনা কেন?" বউ বললো, " আমার মা আমাকে নিষেধ করে দিয়েছেন যেন শশুরবাড়ী গিয়ে কোন কথা না বলি।

" শাশুড়ী বললেন, "তোমার মা কিছু জানেন না। তুমি এখন থেকে কথা বলিও। " বউ বললো, "এখন থেকে তাহলে কথা বলতে হবে?" শাশুড়ীঃ " হাঁ, তুমি অবশ্যই কথা বলবা। " বউ বললো, " আম্মা একটা প্রশ্ন করতে চাই। " শাশূড়ী বললেন, হাঁ, হাঁ প্রশ্ন কর।

এই তো চাই। " বউ বললো, " আচ্ছা আম্মা, যদি আপনার ছেলে মারা যায় আর যদি আমি বিধবা হয়ে পড়ি তবে কি আমাকে আমার অন্য কোন খানে বিয়ে দিবেন, না এমনিই ঘরে বসিয়ে রেখে দিবেন?" শাশুড়ীঃ হায় তৌবা! একি কথা! বউ, বরং তুমি চুপ থাক সেই ভাল। মা যে নিষেধ করেছেন কথা না বলতে তাই ঠিক করেছেন। তুমি বাছা আর কথা বলিও না।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।