আমাদের কথা খুঁজে নিন

   

সেমি এডাল্ট জোকসঃ- ৩



সেমি এডাল্ট জোকসঃ- ৩ আরিফুর রহমান নামক জনৈক পথচারী তার বাড়ি থেকে পাঁচ ক্রোশ দূরে বিয়ানীবাজার বেড়তে গিয়েছিল। রাত নয়টার দিকে ভুড়িভোজ সেরে নিজ বাড়ির দিকে যেতে শুরু করে। দুর্যোগপুর্ণ আবহাওয়ায় বাড়ি ফিরতে ভয়ানক অসুবিধা হচ্ছিল। রাত গভীর হয়-কিন্তু বাড়ি এখনো অনেক দূর! আরিফুর রহমান ভাবলেন-এত রাতে বাড়ি নাফিরে বরং পথে কারো বাড়িতে রাতটা কাটিয়ে,সকাল বেলা বাড়ি ফিরে যাবে। কারো বাড়ি থাকার জন্য একটা বাড়ির দড়জার কড়া নাড়লেন।

বাড়ির ভিতর থেকে গৃহ কর্তা প্রশ্ন করলেন-“কে”? -“আমি আরিফুর রহমান”। বাড়ির কর্তাঃ-“কি চাই”? আরিফুর রহমান -“আমি একজন পথচারী,আমার বাড়ি অনেক দূরে। বাড়ি ফিরছিলাম, অনেক রাত হয়েগিয়েছে। এই দুর্যোগপুর্ণ আবহাওয়ায় বাড়ি যাওয়া যাবেনা-রাতটা আপনাদের বাড়িতে থাকতে চাই-দয়া করে রাতটা একটু থাকার ব্যবস্থা করেন”? গৃহ কর্তাঃ-“না ভাই, আমাদের ঘরে যুবতী কন্যা আছে, আমাদের ঘরে থাকা যাবেনা-অন্য চেস্টা করেন”। মন খারাপ করে আরিফুর রহমান আবার অন্য এক ঘরের দড়জার কড়া নেড়েই একই ইচ্ছার কথা প্রকাশ করেন।

এবারও এই গৃহকর্তা বলেনঃ-“না ভাই আমাদের ঘরে যুবতী কন্যা আছে, আমাদের ঘরে থাকা যাবেনা”। আরিফুর রহমান আবার অন্য এক ঘরের দড়জার কড়া নেড়েই একই ইচ্ছার কথা প্রকাশ করেন। এবারও এই গৃহকর্তা বলেনঃ-“না ভাই আমাদের ঘরে যুবতী কন্যা আছে, আমাদের ঘরে থাকা যাবেনা”। আরিফুর রহমান মহা চিন্তায় পরে ভাবলেন-যেই সব বাড়িতে “যুবতী কন্যা আছে”-সেই বাড়িতে কোনো গৃহকর্তা তাকে ঘুমাতে দিতে পারছেনা। এবার আরিফুর রহমান-কোন বাড়িতে “যুবতী কন্যা” নেই সেই বাড়ি খুঁজে বের করবেন।

এক গৃহস্তের ঘরের দড়জায় কড়ানেড়ে জিজ্ঞেস করলেন-“ভাই, আপনাদের ঘরে কি “যুবতী কন্যা আছে”? গৃহ কর্তাঃ-“কেন”? আরিফুর রহমান-“একটু ঘুমাইতাম”! আরিফুর রহমানের বেত্তমিজি কথা শুনেই-রাগে অগ্নিশর্মা হয়ে ঘরের বৃদ্ধ যুবক, কাজের বুয়া সবাই লাঠি ঝাড়ু, চোলাই কাঠ হাতের কাছে যা কিছু পেয়েছে-তাদিয়েই আরিফুর রহমানকে সাইজ করেছে……

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।