আমাদের কথা খুঁজে নিন

   

রমণী সংক্রান্ত: অপরিণামদর্শী, প্রেমের প্রবঞ্চনা, সম্পর্ক পারস্পরিক

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com অপরিণামদর্শী তুমি আসবে না? আজ যদি বল লড়াই করবে না কাল তোমার জন্য কে লড়বে সোনা? আজ যদি বল হয়নি কেউ ধর্ষিতা তোমার খোদা না করুক- কাল তোমার কিছু হলে কে দাঁড়াবে বিচার চেয়ে আমার পাশে বারবার? আজ যদি বল কেউ নেই তোমার শহীদ ভাই কাল বুলেটে ছিঁড়লে আমার হৃদয় কাকে সঙ্গে নিয়ে বলবে হত্যাকারী ফাঁসি চাই? তবু তুমি আসবে না? আজ যদি বল লড়াই করবে না কাল তোমার জন্য কে লড়বে সোনা? ======= প্রেমের প্রবঞ্চনা আমি তো তারে ভালবাসি না কখনও ভালবাসিনি প্রবঞ্চনা করেছি তার সাথে খুব চেয়েছিল, তবু বাসিনি। আমি তো তারে বলিনি ভালবাসো বলিনি তারে প্রেম দাও তবু সে কাছে ভিড়ে ছিল বলেছিল 'আমায় নাও!' ফিরিয়ে দিয়েছি কত বার তবু এসেছে বারবার ফুটাতে চেয়েছে মুখে হাসি কেন রে, তোকে কি আমি ভালবাসি? তবুও ক্রমাগত আসা-যাওয়া করুণা জেগেছে মনে বলেই ফেলেছি ভালবাসা নিব শুধু, দিবি সংগোপনে? এটুকুতেই সম্মত সে কি যে তার খুশী আমি তো তারে ভালবাসিনি মোটেও তবু বলেছি 'আমিও ভালবাসি'। ======= সম্পর্ক পারস্পরিক তোমাকে ভালবাসা যদি হয় কবি জীবনের সবচেয়ে বড় ভুল সেই ভালো! সেই ভালো! কবি তো ভুল করে ভালবেসে বুঁদ হতে ভালবাসে। কবির ভালবাসা ক্ষণস্থায়ী কবিদেরকে বারবার ভালবাসতে হয় বারবার ভুল ভালবাসা উদযাপনে বুঁদ হতে হয় পানে, সেবনে, কবিতায়... আমার কাছে নারী মানে কবি নির্মাণকারী কবির প্রতিভা পরিচর্যা কেন্দ্র হিসেবে স্ত্রী জাতির যে বিশেষ প্রয়োজন আছে সহৃদয় ললনা সম্প্রদায়কে এটা আমলে নিতে হবে। এটা অনস্বীকার্য যে, কবিযোগের কারণেই আজ নারী পূজনীয় দেবী কবিরা সমাজের সবচেয়ে সভ্য নারী ব্যবহারকারী। =======  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।