আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম -২০১ (রমণী)



রমণী শব্দটি নারীজাতির প্রতি সত্যিই অবমাননাকর। কারণ রমণী শব্দটি নারীর গায়ে রমণের সিলছাপ্পড় সেঁটে দিয়েছে। সুরসিক কবিকঙ্ককনের মুখেও তাই বেরসিক উচ্চারণ ‘রমনে রমণী মরে কোথাও না শুনি।’ অন্যদিকে রামরাম বসু লিখেছেন : আছে যতনে পথে বোসে, কে রমণী সে, শ্যাম কি ধার কিছু তার। আবার রমণীয় মানে সুন্দর, মনোহর। কিল্ন্তু ভারতীয় শাস্ত্রে রমণীয়ের বিশেষত্বে বলা হয়েছে ‘ক্ষণে ক্ষণে যল্ন্নবতামুপৈতি তদেব রূপং রমণীয়তায়া’ অর্থাৎ যে রূপ প্রতিণে নবীনত্ব প্রাপ্প্ত হয়, তা-ই রমণীয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।