আমাদের কথা খুঁজে নিন

   

আফগানি সমাচার। সউদি থেকে।

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)
চারদিকে শুধু লাদেন লাদেন, কি লাভ লাদেন কে কেন্দ্র করে কত হত্যাকান্ড যে ঘটেছে তার কোন শেষ নেই। কত নারি স্বামী হারা কত মা সন্তান হারা এবং কত সন্তান মা বাবা হারা হয়েছে তার কোন সঠিক হিসাব নেই। লাদেন আফগানিস্তান থেকে আমাদের ধর্ম ইসলামেরই বা কতটুকু উন্নতি করতে পেরেছে। উল্টো ইসলামকে কুলুশিত করেছে জঙ্গিবাদের নামে। তবে আমি লাদেন বিরোধী না।

আমি আরও বলতে চাই লাদেন আফগানিদের কতটূকূ ধর্মজ্ঞান দিতে পেরেছে। সত্যি ঘটনা বলি শুনেন। আজ জোহরের নামাজের সময় মসজিদের ভিতরেই এক আফগানি বন্দুর সাথে দেখা- ফরজ নামাজের পরে, দেখ- তুম বাঙ্গালি আদ্মি লুঙ্গি পরে নামাজ মে আ যাতাহে,(আমাদের বাঙ্গালিদের ও একটু দোষ আছে, কি দরকার লুঙ্গি পরে মসজিদে আসার। ) আমি- বললাম কেয়া মুশকিল হে। মুশকিল হে লুঙ্গিকা নিচা আন্ডার পেন্ট হোণা চাইয়ে, অর নয়তো নীচে কা সামান খোলা রাখে নামাজ নেহি হুতাহে।

আমার তো অর কথা শুনে মাথাই খারাফ হইয়া গেল, হালায় কয় কি আমার দেশে বড় বড় মৌলবি মাওলানা পীর আওলিয়ারা লুঙ্গি পইরা আজীবন নামাজ পইড়া আসিতাছে। কোন সমস্যা হয়নাই- মনে মনে এই চিন্তাগুলা করলাম। তখনি আবার ওরে প্রশ্ন করলাম তুম লোক কিও অলটাইম কাবুলি ড্রেস ইউস করতাহে.........পেন্ট শাট বি ইউস করসাক্তাহে... এই প্রশ্নের জবাবে কি বলে শুনেন। প্যান্ট সাট ইউস করেগা তো আদমি কা পাছা দেখা যাতাহে। দেখেন ওর চিন্তাভাবনা।

এই বার শুনেন দুই নাম্বার কাহিনিটা কিছু দিন আগে আমি অফিসে আসলাম, তো আমার সাথে কাজ করে, এক ইন্ডিয়ান ও আমাকে বলতাছে, মাসুম ভাই এক বাদ শুনা তুম্নে, তো আমি বলি কেয়া বাদ হে...ও বল্ল ছাদ কা উপর যাকে দেখে আও, আমার অফিসের ছাদের উপরের কথা বলতাছে, গেলাম ছাদে গিয়া দেখি একি অবস্থা ছাদের উপর এক সাইডে বেড + বালিশ ও আফগানী শাল সাথে কনডম ৩-৪ টা, বুঝতে বাকি রইল না, নিচের আফগানীদের কাজ । প্রমান হিসাবে ঐ চাদর ই যথেষ্ট, কারন এই চাদর আফগাস্তানিরা ছাড়া আর কেউ ব্যাবহার করেনা। কি আর করা এর পর আমার ম্যানাজারকে বলে, ছাদে উঠার দরজা টা লগ করে দিলাম। যারা সৌদিআরবে আছেন তারা জানেন, আফগানি লোকেরা যখন নামাজে দাড়ায় এদের পাশে, যারা থাকে তারাই বুঝতে পারেন কি দুর্গন্ধ আসে এদের শরীর থেকে। শুনেছি এরা নাকি সপ্তাহে এক বার কেউ কেউ মাসে এক বার গোসল করে।

তো এদের তো প্রথম ধর্ম না শিখাইয়া পরিষ্কার পরিচন্ন সম্বন্দে শিখানো উচিত বলে আমার মনে হয়। এদের সম্পর্কে লিখলে সাড়া রাত লিখতে পারবো। রাত শেষ হবে মাগার এদের কাহিনে শেষ হবেন। পরিশেষে বলি আমার তো মনে হয় ওসামা বিন লাদেনের উচিত ছিল এদের প্রথমে পাক পবিত্র ও পয়-পরিষ্কার সম্বন্দে জ্ঞান দেওয়া। যদি তিনি তাদের কে জ্ঞান দিয়া থাকেন তা হলে, আজকে ওদের অবস্থা এমন কেন।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।