আমাদের কথা খুঁজে নিন

   

অষ্ট্রেলিয়ায় পড়া শোনার জন্য এজেেন্ট খোজ ( প্রবাসি ভাইরা হেল্পান)

এটাই অামার পথম ব্লগ এ েলখা.

ভাইরা, আমার এক বন্ধুর দেশের মাটি আর ভাল লাগে না । অষ্ট্রেলিয়ায় যাবার যিদ ধরছে । একবারে সেরকম জিদ । এত এত বুঝায় দেশে থাক, মা-বাবার কাছে থাক, উল্টা হেয় আমারে বুঝান শুরু করে (উল্টা-পাল্টা স্বপ্ন আর কি) । ব্যবস্থাপনায় ডিপ্লোমা না কিসব করবার চায় ।

IELTS ও দিয়া ফেলছে । কিন্তু Scholarship দেখানোর টাকা নাই । এজেন্টের মাধ্যমে যে তে চাচ্ছে । আ মি ভাই এতো বিরাট ব্যাপার-স্যাপার বুঝি না। শেষ-মেষ আপনাদের কাছে আসলাম।

প্রবাসি ভাইরা, আপনাদের Experience থেকে কয়েকটি এজেন্সির নাম ঠিকানা যদি শে য়ার করেন , ওর উপকার হয় । *** ওর জন্য আপনাদের পরামর্শ প্রত্যাশা করছি ***

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।