আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার 'মিরা'

আমি ইনটারনেটে আয় করি।

বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের তুলনায় চারগুণ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার তৈরি করছে আইবিএম। 'মিরা' নামের এ সুপার কম্পিউটারটি প্রতি সেকেন্ডে ১০ কোয়াড্রিলিয়ন (এক হাজার ট্রিলিয়ন সমান এক কোয়াড্রিলিয়ন) হিসাব করতে সক্ষম, জানিয়েছে আইবিএএম। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের আরগন ন্যাশনাল ল্যাবরেটরিতে এ সুপার কম্পিউটার ব্যবহার করা হবে। বর্তমানে এই গবেষণাগারে 'ইন্ট্রাপিড' নামের একটি সুপার কম্পিউটার ব্যবহার করা হচ্ছে।

এই সুপার কম্পিউটারটি প্রতি সেকেন্ডে প্রায় ৫০০ ট্রিলিয়ন হিসাব করতে পারে। 'মিরা' এর চেয়ে ২০ গুণ দ্রুত কাজ করতে পারে। আইবিএম ডিপ কম্পিউটিং বিভাগের বাজার ব্যবস্থাপক হার্ব শুলজ্ বলেন, 'অনেক সুপার কম্পিউটার একসঙ্গে অসংখ্য তথ্য হিসাব করতে পারে, কিন্তু মিরা স্বল্পসময়ে সে হিসাব করতে সক্ষম। ' তবে 'মিরা' সুপারকম্পিউটারটি নির্মাণে মোট কত ডলার খরচ হবে সে বিষয়ে কোনো তথ্য জানাননি হার্ব শুলজ্। ধারণা করা হচ্ছে, বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারটি নির্মাণে প্রায় পাঁচ কোটি ডলার ব্যয় হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.