আমাদের কথা খুঁজে নিন

   

বিন লাদেনের মৃতদেহ সাগরে নিক্ষেপ........!?

Every emotion have a feelings. But every feelings have no emotion.
আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার খবর নিয়ে এরই মধ্যে বেশ ধুম্রজালের সৃষ্টি হয়েছে। সর্বশেষ প্রকাশিত ছবিতে বিন লাদেনের মুখে কাঁচা-পাকা দাড়ি ছিল বলে দেখা গেছে। কিন্তু নিহত বিন লাদেনের যে ফুটেজ প্রকাশিত হয়েছে তাতে কোনো কাঁচা-পাকি দাড়ি দেখা যায়নি। এ ছাড়া, বিন লাদেনের মৃতদেহ সাগরে ফেলে দেয়া হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। নিহত বিন লাদেনের মৃতদেহ সাংবাদিকদের দেখতে দেয়া হয়েছে কিনা বা তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্টসহ অন্যান্য পরীক্ষা করা হয়েছে কিনা সে সম্পর্কে কোনো খবর প্রচারিত হয়নি।

ইরাকের সাবেক শাসক সাদ্দামের দুই ছেলে উদয় এবং কোসাই নিহত হওয়ার পর তাদের মৃতদেহ সাংবাদিকদের দেখতে দেয়া হয়েছিল। এ ছাড়া, তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় যাবতীয় পরীক্ষা করা হয়েছিল। তাদের মৃতদেহ তড়িঘড়ি করে কবর দেয়া বা সাগরে ফেলে দেয়া হয়নি। কিন্তু বিন লাদেনের পরিচয় নিশ্চিত হওয়ার মতো পরীক্ষা নিরীক্ষা করার কোনো খবর পাওয়া যায়নি। উল্টো তড়িঘড়ি করে মৃতদেহ সাগরে ফেলে দেয়ার খবর প্রচারিত হয়েছে।

সব মিলিয়ে রাজনৈতিক ও সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিন লাদেন নিহত হওয়ার বিষয় শতভাগ সন্দেহমুক্ত হওয়ার সময় এখনো আসেনি। একটা ছবি ও কিছু প্রশ্ন? এইযে দেখেন এইটা আরেক জন লোকের মৃত দেহকে ফটোসবে কি করছে (বিঃদ্রঃ ছবিটা জৈনিক ওমর ফারুখ ভাইয়ের ফেইসবুক পেজ থেকে নেয়া ) (Bin Laden 'death photo' is a fake) তথ্যসূত্রঃ Bangla Radio
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।