আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকাতে যাতায়াতে বাংলাদেশিদের বিশেষ ফরম আর নয়

আমি বাংলার...।
ইউকেবিডি ডেস্ক :: যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের এখন থেকে বিশেষ ফরম পূরণ করতে হবে না। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গত বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করেছে। নির্দেশনায় জানানো হয়েছে, মোট ২৫টি দেশের নাম এ বাধ্যতামূলক নিবন্ধন-তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ২০০২ সাল থেকে বাংলাদেশসহ ওই ২৫ দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ-প্রস্থানের ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি এন্ট্রি-এক্সিট রেজিস্ট্রেশন সিস্টেমের (এনএসইইআরএস) আওতায় বিশেষ একটি ফরম পূরণ করতে হতো।

গত ছয় বছরে যুক্তরাষ্ট্রে প্রবেশ অথবা প্রস্থানের তথ্য সংগ্রহের জন্য বেশকিছু স্বয়ংক্রিয় যন্ত্র স্থাপন করেছে। ফলে এখন হাতে পূরণীয় বিশেষ ফরমের প্রয়োজন বলে মনে করছে না ডিএইচএস_বলা হয়েছে নির্দেশনায়। ২৮ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ২০০২ সাল থেকে নির্ধারিত কিছু দেশের নাগরিকদের ক্ষেত্রে এই বাধ্যতামূলক ফরম পূরণের ব্যবস্থা চালু করা হয়। এনএসইইআরএস-এর আওতায় ওই ফরমের সঙ্গে আঙ্গুলের ছাপ, ছবির পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ডিএইচএস অন্য কোনো তথ্য জানতে চাইলে তাও দিতে হতো।

বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, আলজেরিয়া, বাহরাইন, মিসর, ইরিত্রিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরক্কো, উত্তর কোরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের নাগরিকদেরও এখন থেকে আর ওই বিশেষ ফরম পূরণ করতে হবে না। - সূত্র : বিডি নিউজ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.