আমাদের কথা খুঁজে নিন

   

সাইট টক: বেকারত্ব ঘুচিয়ে কর্মসংস্থানের অভূতপূর্ব উপায়

আমার সম্পর্কে সমগ্র জাতী লিখবে।

আমি সত্যিই অভিভূত যে, সাইটটক এবং তার অভিভাবক প্রতিষ্ঠান ইউনাইকো, ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বের সর্ব স্তরের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্যে অর্থ উপার্জনের শুধু নয় বিপূল অর্থ উপার্জনের যে অমিত সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে তা সত্যি সত্যিই কৃতজ্ঞতার দাবীদার। দ্বিধা-দ্বন্দ বাদ দিয়ে এই লিংকটি ক্লিক করে/ব্রাউজারে কপি পেস্ট করে এখনি আপনার সাইন আপ সম্পন্ন করুন ... http://www.sitetalk.com/equsheullash স্বীকার্য যে এর মধ্যে আমি কিছু মন্তব্য পেয়েছি যা প্রত্যক্ষ ও প্রবল ভাবেই সাইট টকের বিরুদ্ধচারিত। আমি ব্যক্তিগত ভাবে কাউকে চিনি না, করো সাথে আমার কোন বিরোধ নাই, ছিল না আর থাকবেও না। বলতে চাচ্ছি এই যে, আপনি বুঝুন আর নাই বুঝুন, করুন আর নাই করুন, পারুন আর নাই পারুন বাংলাদেশের হাজার হাজার-লাখ লাখ বিভিন্ন বয়সের আমজনতা সাইট টক বুঝবে, সাইট টক করবে আর সাইট টকের মাধ্যমে তাদের জন্য ও তাদের পরিবারের জন্য চির কাঙ্খিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে।

সাইন আপ করা হলে আমাকে এই ঠিকানায় ইমেইল করুন যেন আমি আপনাকে সমস্ত খুটিঁনাটি বিষয় সম্পর্কে শুরুতেই অবগত করতে পারি: একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে আর তা হচ্ছে নিয়মানুবর্তিতা, অর্থাৎ নিয়মানুযায়ী কার্যক্রম সম্পন্ন করা যাতে সর্বাধিক আর্থিক লাভ আমরা সাইটটক থেকে বের করতে পারি। এটাও দুঃখজনক যে আমাদের দেশের বেশীর বেশীর ভাগ মানুষই সব সময়ই শর্ট কাট খোঁজে। বহুমাত্রিক দূনীর্তিগ্রস্ত পন্থা এর মধ্যে তারা আবিষ্কারো করে ফেলেছে। সবার জন্য পরিষ্কার করে বলা, সাইট টকে কখনোই ফেইক একাউন্ট করবেন না, একের অধিক কোন একাউন্ট করবেন না। অন্যকেও এসব করতে দিবেন না।

একটা উপায় আমরা পেয়েছি, সাইট টক যা সত্যি সত্যি দেশের মানুষের ভাগ্য পাল্টাতে পারে। আসুন আমরা এই সুযোগের সুব্যবহার করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.