আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে Dropbox (ফাইল হোস্টিং সাইট) এ একাউন্ট খুলবেন এবং সাইট পাবলিশ করবেন।

ফাইল শেয়ার, রাখা কিংবা সাইট পাবলিশ করার জন্য সবচেয়ে ভাল সাইট হচ্ছে ড্রপবক্স। এতে কাজ করা খুবই সহজ। প্রথমত, এটা ফ্রি। অবশ্য ফ্রিতে একটা লিমিট আছে। লিমিট হচ্ছে ২-১৭ জিবি।

যাই হোক, সেটাই যথেষ্ট। এর বেশি লাগলে আপগ্রেড করতে পারেন।
তাহলে শুরু করা যাকঃ ড্রপবক্স কিভাবে ব্যবহার করা যায়?
প্রথম ধাপঃ প্রথমে  Sign Up বাটনে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপঃ সাইন আপ ফর্ম পূরণ করুন। "Create Account" এ ক্লিক করুন।


তৃতীয় ধাপঃ তারপর ড্রপবক্স সফটওয়্যার ডাউনলোড শুরু হয়ে যাওয়ার কথা। ডাউনলোড করতে ব্যর্থ হলে "Restart the download" এ ক্লিক করুন।
চতুর্থ ধাপঃ ড্রপবক্স সফটওয়্যারটি ইন্সটল করুন। আপনার ইমেইলে গিয়ে ড্রপবক্সের লিঙ্কে ক্লিক করুন। আপনার ড্রপবক্স একাউন্টে যান।

বামপাশের ড্রপবক্স লগোতে ক্লিক করুন।
পঞ্চম ধাপঃ এখন আপনি আপনার কন্ডিশন দেখতে পাবেন, যেখানে আপনি আপনার ফাইল আপলোড করতে পারবেন। এখন আপনি রাখার উদ্দেশ্যে ফাইল রাখতে পারবেন। কিন্তু শেয়ার করার জন্য পাবলিক লিঙ্ক পাবেন না।
ষষ্ঠ ধাপঃ এখন সাইট পাবলিশ করার জন্য পাবলিক অপশন লাগবে।

এখানে ক্লিক করুন (অথবা লিঙ্ক কপি করে ব্রাউজারে নিয়ে পেস্ট করুন) - https://www.dropbox.com/enable_public_folder
সপ্তম ধাপঃ ওখান থেকে পাবলিক ফোল্ডার এড করার পর আপনার একাউন্টে যান। সেখানে আপনি পাবলিক অপশন দেখতে পাবেন। যদি দেখতে পান, তাহলে ড্রপবক্স আপনার সাইট পাবলিশ করার জন্য প্রস্তুত।
অষ্টম ধাপঃ এখন ড্রপবক্স সফটওয়্যারে যান, যেটা চতুর্থ ধাপে ইন্সটল করেছিলেন। সাধারণত C:\users\pc\dropbox এই লিঙ্কে ড্রপবক্স থাকে।


নবম ধাপঃ আপনি যে ফোল্ডার শেয়ার করতে চান, সেটা পাবলিক অপশনে এড করুন। ফাইল আপলোড করার পরে আপনার ড্রপবক্স একাউন্টে যান। পাবলিক ফোল্ডারে ক্লিক করুন। সেখানে আপনি আপনার সাইটের ফোল্ডার, যেটা আপলোড করলেন, সেটা দেখতে পাবেন। সেটাও ওপেন করুন।


দশম ধাপঃ এখন এইচটিএমএল ফাইলের ওপর কার্সর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করুন। সেখানকার ড্রপ ডাউন মেন্যু থেকে "Copy Public Link" এ ক্লিক করুন।
একাদশ ধাপঃ পাবলিক লিঙ্কে ক্লিক করার পর আপনি আপনার সাইটের লিঙ্ক দেখতে পাবেন। সেই লিঙ্কটি কপি করে ফেসবুক, টুইটার, লিঙ্কড ইন, বা যেখানে ইচ্ছা সেখানে শেয়ার/পোস্ট করুন।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.