আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে জুলাইয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু

সারা দেশে চলছে দিন বদলের স্লোগান দিন কি আসলে বদল হচ্ছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বছরের জুলাই মাস থেকে শুরু হবে । প্রথম পর্যায়ে চারটি অনুষদে ছয়টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. মো. হারুনুর রশীদ জানিয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় বরিশাল সার্কিট হাউজে এক মতবিনিময় সভার আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন কমিটি। এসময় প্রফেসর হারুনুর রশীদ বলেন, প্রাথমিকভাবে ছয়টি বিষয়ে শিক্ষার্থীদের ভর্তির অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। বিষয়গুলোর বিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে গণিত বিভাগ, বাণিজ্যিক অনুষদের মার্কেটিং ও ব্যবস্থাপনা বিভাগ, কলা অনুষদের ইংরেজি ও অর্থনীতি এবং সমাজ বিজ্ঞান অনুষদের সমাজ কল্যাণ বিভাগ। ভিসি জানান, প্রথম তিন বছর বিষয় প্রতি বিভাগে ৫০জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। বরিশাল জিলা স্কুলের অস্থায়ী ক্যাম্পাসে নেওয়া হবে ক্লাস। আগামী ২০১৩ সাল নাগাদ সদর উপজেলার কর্নকাঠীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব ক্যাম্পাসে ক্লাস শুরু হবে বলেও জানান হারুনুর রশীদ। View this link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।