আমাদের কথা খুঁজে নিন

   

লিমনের কাটা পা ও আমি_১

আমি পড়তে ও লিখতে ভালবাসি

প্রিয় লিমন, তুমি কেমন আছ, আমি জা্নি। সত্যি বলছি!!!জানি তুমি বিশ্বাস করবেনা। কারণ আমরা সবাই শখের বিলাপ করছি। শখের হাই-হুতাস করছি। কয়েক দিন পর সবাই তোমাকে ভুলে যাবে।

কিন্তু আমার সমস্যা তোমার থেকে একটু আলাদা। তোমাকে কখনো সামনে থেকে দেখিনি, কিন্তু আমি রাতে ঘুমাতে পারিনা। শুধু স্বপ্নে দেখি, তমার কাঁটা পা আমাকে কি জানি বলছে,গুমরিয়ে গুমরিয়ে। ঘুমহীন রাত গুলোতে ভাবি,ভুল এ জন্ম আরেকবার নিলে কি দেখতাম জানিনা...তবে নিজেকে পাল্টে নিতাম...তোমার জন্য...তুমি কয়েকদিন পর খবরের কাগজ থেকেও হারিয়ে যাবে...এই এক পা নিয়ে মরে যাবে...তোমাকে নিয়ে ১০০ বছর পরে যদি কোন Krzysztof Kieślowski মহত কিছু বানায়, তবে তোমার ৩ প্রজন্ম পরের ২/১ জন cinema'র ক্লাস এ অন্ধকারে চুপচাপ কাঁদবে......light on হলে চোখ মুছে ফেলবে। কয়েকদিন আগে fecebook এ তোমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম।

একজন আমাকে বললো, তুইও কি প্রথম আলো লাইন এ চলে গেলি?আজকে তোমাকে নিয়ে একটা কার্টুন ছেপেছে, ওটা দেখে হাঁটুওয়ালা(আর্মি) হাসতে হাসতে অস্থির!!তার জবাব, রাষ্ট্র মহান!!!????দেশ মহান!!!!রাষ্ট্র যা করে ভালর জন্য করে...এটা শোনার পর থেকে আমি কিছু করতে পারছিনা...নিজেরও একটা পা কেটে ফেলে মরে যেতে ইচছে করছে... কালকে টং এর দোকানে চা খাওয়ার সময় লোকেরা "রূপকথার বিয়ে" নিয়ে আলাপ করছিল, আর আমি শুণ্যে মিশে যাচছিলাম!!!ভার্সিটি তে যখন আলাপ করি তোমাকে নিয়ে, তখন কথা বেশিদূর আগায় না। সবাই ইশ্‌ ইশ্‌ করে!!!!!আমি এসব তোমাকে বলছি কেন জান????তোমাকে নিয়ে কেউ ভাবছেনা, তা বোঝানোর জন্য। আমার বোধহয় মানসিক কোন রোগ হয়েছে। তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছিনা। নিজের জীবনকে পংগু মনে হচ্ছে।

নপুংশক মনে হচ্ছে। আমি কি করবো, একটু বল। আমি কি স্বার্থপর দেখেছ??নিজের শান্তির জন্য একটা লেখা লিখছি!!!সবাইকে দেখাবো এটা। । কেউ পছন্দ করবে, কেউ করবে্না।

তোমার কিছুই হবেনা,কিছুইনা। ইতি মানসিক ভাবে পংগু এক নপুংশক ১। ০৫। ২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.