আমাদের কথা খুঁজে নিন

   

প্লিচ হেল্পাননা....(গানটির গায়ক কে?)



অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিরে কেটে যায় আমার সময়.. .. তুমি গিয়েছ চলে যানি বিস্তৃতিরাও অতলে যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়। রেখেছি তোমায় আমার হৃদয় গভীরে, তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে.. আমি রয়েছি তোমার অপেক্ষায় নিকশ কালো এই আধারে স্মৃতিরা সব খেলা করে রয় শুধু নির্জনতা নির্জনতায় আমি একা একবার শুধু চক্ষ মেল দেখ আজো পথে জ্বালি আলো তুমি আবার আসবে ফিরে বিশ্বাস টুকো দু’হাতে আকরে ধরে.. কিছু পুরোনো গান কিছু পুরোনো ছবির এ্যালবাম এ সবি আমার সাথী হয়ে রয়। কাক ডাকা ভোরে যখন সূর্য ঢোকে ঘরে কালো পর্দ্দায় বাধা পেয়ে সরে যায়। আমার এ জগৎ বর আধোরা খেয়াল তবু মাঝে মাঝে মনে হয় মৃতুই কি স্রেয় নয়?? আমি রয়েছি তোমার অপেক্ষায়.. .. নিকশ কালো এই আধারে স্মৃতিরা সব খেলা করে রয় শুধু নির্জনতা নির্জনতায় আমি একা একবার শুধু চক্ষ মেল দেখ আজো পথে জ্বালি আলো তুমি আবার আসবে ফিরে বিশ্বাস টুকো দু’হাতে আকরে ধরে.. আমার স্বপ্ন গুলো ধূলোয় মিশে যেতে চায় অস্তিত্বের প্রয়োজনে চাই তোমাকে এখানে.. আমি রয়েছি তোমার অপেক্ষায়.. .. নিকশ কালো এই আধারে স্মৃতিরা সব খেলা করে রয় শুধু নির্জনতা নির্জনতায় আমি একা একবার শুধু চক্ষ মেল দেখ আজো পথে জ্বালি আলো তুমি আবার আসবে ফিরে নিকশ কালো আধার গানটি আমার খুব প্রিয়। কিন্তু আমি জানি না এর গায়ক বা লেখক কে? কেউ যদি হেল্প করতে পারেন অনেক উপকার হতো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.