আমাদের কথা খুঁজে নিন

   

সবাই দোআ কইরেন, মে মাস থেকে আয় করা শুরু করতে যাচ্ছি। আপাতত ওয়েব অ্যাপ্লিকেশন, পরে অ্যাপলে বিক্রির জন্য অ্যাপ্লিকেশন আর অ্যান্ডয়েড প্ল্যাটফরমের জন্য ডিমান্ড অ্যাপ্লিকেশন বানাবো ... সো , ইটস টাইম টু টাকা

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>

এই এপ্রিল এ যে কত রকমের কি করলাম। জাভা প্রোগ্রামিং ধরলাম আর ঘাড় মটকাইলাম, পরে মাই এসকিউল , আগে পিএইচপি ছিল। সি প্রোগ্রামিং ধরলাম কিছুদিন হল। অ্যাপলের ম্যাক প্রোগ্রামিং এর জন্য আবার অবজেকটিভ সি শিখতে হচ্ছে।

জাভা শিখছি তার কারণ হল অ্যান্ড্রয়েড প্লাটফর্মের কারণে। আর ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য তো আগে থেকেই মোটামুটি সব জানা ছিল। ওডেস্কে জয়েন করেছি ১৫ ফেব্রুয়ারি তে । আর কি লাগে। অনেকটা সময় নিয়ে তারপরে নামতেছি।

তাই ভাইবেন না যে প্ল্যান করলাম আর কাজ হয়ে গেল। অনেক ধৈর্য ধরে তবেই এই পর্যন্ত। তাই আপনারা কেউ ফলো করেন এমন কিছু তাই বললাম। আর দোআ রাইখেন। এই টাকা দিয়াই আমার " শখের ক্যমেরা " টা কিনতে চাই।

যেটা এখনও কেনা হয় নাই। তাই মন খারাপ। এবার টার্গেট ডিএসএল আর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.