আমাদের কথা খুঁজে নিন

   

'সাইফউদ্দিন আহমেদ মানিক স্মারক বৃত্তি তহবিল'

s

ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 'সাইফউদ্দিন আহমেদ মানিক স্মারক বৃত্তি তহবিল' গঠন করা হয়েছে৷ এই বৃত্তি তহবিল গঠনের ল্যে প্রয়াত 'সাইফউদ্দিন আহমেদ মানিকের সহধর্মিনী ডা. ফওজিয়া মোসলেম ৫,০০,০০০.০০ (পাঁচ লাখ) টাকার একটি চেক আজ ৩০ এপ্রিল ২০১১ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্য অধ্যাপক ড. মীজানুর রহমানের কাছে হসত্মানত্মর করেন৷ উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হসত্মানত্মর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদাালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শওকত আরা হোসেন, প্রয়াত সাইফউদ্দিন আহমেদ মানিকের ভাই ডা. শফিক উদ্দীন আহমেদ, ভাইয়ের স্ত্রী ডা. মনোয়ারা খাতুন, ভায়রা মফিদুল হক, জামাতা এস এম ইমরান আলম, কন্যা সংগীতা আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান উপস্থিত ছিলেন৷ এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪জন অসচ্ছ্বল ও মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে৷ উল্লেখ্য, গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ মানিক ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি ইনত্মেকাল করেন৷ তিনি ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন৷ তিনি ছিলেন ঊনসত্তরের গণঅভু্যত্থানের অন্যতম রূপকার৷ প্রগতিশীল রাজনৈতিক আন্দোলন, শ্রমিক আন্দোলনসহ দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে তিনি বিশেষ অবদান রেখে গেছেন৷


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।